ভারতের তারকা ক্রিকেটার ও তাদের মেয়েদের ছবি- এমএস ধোনি থেকে রোহিত শর্মা, হরভজন সিং থেকে আজিঙ্কা রাহানেদের কন্যা সন্তানদের সঙ্গে ফোটো অ্যালবাম

এমএস ধোনি থেকে রোহিত শর্মা। আজিঙ্কা রাহানে থেকে সুরেশ রায়না, হরভজন সিং। ভারতীয় ক্রিকেটাদের কন্য়া সন্তানদের কথা, ছবি নিয়ে বারবার বিভিন্ন সময় খবর হয়। ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মানেই ঠাসা সূচি, চরম ব্যস্ততা। দেশকে জেতানোর জন্য পরিবারের পিছনে সময় দেওয়া যায় না। তার মধ্যেই মেয়ে অন্তপ্রাণ ধোনি, রায়না, রোহিত, ভাজ্জি, রাহানেরা।

নিজের মেয়েদের সঙ্গে হরভজন সিং, গৌতম গম্ভীর, এমএস ধোনি। (Photo Credits: Instagram)

Indian Cricketers and Their Daughters' Photos-এমএস ধোনি (M S Dhoni) থেকে রোহিত শর্মা (Rohit Sharma)। আজিঙ্কা রাহানে ( থেকে সুরেশ রায়না, হরভজন সিং। ভারতীয় ক্রিকেটাদের কন্য়া সন্তানদের কথা, ছবি নিয়ে বারবার বিভিন্ন সময় খবর হয়। ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মানেই ঠাসা সূচি, চরম ব্যস্ততা। দেশকে জেতানোর জন্য পরিবারের পিছনে সময় দেওয়া যায় না। তার মধ্যেই মেয়ে অন্তপ্রাণ ধোনি, রায়না, রোহিত, ভাজ্জি, রাহানেরা।

সোশ্যাল মিডিয়ায় এইসব ভারতীয় ক্রিকেটাররা বিভিন্ন সময়ে তাঁদের মেয়েদের সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেন। ধোনির মেয়ে জিভা তো এখন থেকেই নেটিজেনদের মধ্যে খুব জনপ্রিয়। সম্প্রতি আজিঙ্কা রাহানেও কন্যা সন্তানের বাবা হয়েছেন। এমন সময়ে দেখে নেওয়া যাক কন্য়া সন্তানদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের ছবি। আরও পড়ুন-দুর্গাপুজোর দশমীর তাৎপর্য জানা আছে? না থাকলে, দশমীর সকালেই জেনে নিন এক ক্লিকে

 

View this post on Instagram

 

Papa love you a lot @hinayaheerplaha #daughtersday ❤️❤️❤️❤️❤️

A post shared by Harbhajan Turbanator Singh (@harbhajan3) on

মিষ্টি হিনায়া !

 

View this post on Instagram

 

My lil princess and I twinning on my bday 😍😍

A post shared by Harbhajan Turbanator Singh (@harbhajan3) on

গৌতম গম্ভীর তাঁর দুই মেয়ে আজিন ও আনআইজার সঙ্গে with Daughters Aazeen and Anaiza!

 

View this post on Instagram

 

As a dad of two young girls, I am gradually mastering my pedicure skills...besides seeking blessings on Ashtami Kanjak!!! @natashagambhir2 where should I send the bill for my services?💅🏽💅🏽🙋🏻‍♂️

A post shared by Gautam Gambhir (@gautamgambhir55) on

কিউইটনেস আনলিমিটেড!

 

View this post on Instagram

 

This is special, so good to be back ❤️

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

কি মিষ্টি!

 

View this post on Instagram

 

My two stunners 🥰

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

মেয়ে জিভার সঙ্গে ধোনি 

 

View this post on Instagram

 

A post shared by M S Dhoni (@mahi7781) on

ক্যামেরার সামনে দুষ্টুমি!

 

View this post on Instagram

 

Whose wink you loved the most 🥰🤗 #MSDhoni #ZivaTheDiva

A post shared by MS Dhoni / Mahi7781 (@msdhonifansofficial) on

সদ্যোজাত মেয়ের সঙ্গে আজিঙ্কা রাহানে ও তাঁর স্ত্রী।

 

View this post on Instagram

 

Hello ❤️

A post shared by Ajinkya Rahane (@ajinkyarahane) on

ধোনি, রোহিত শর্মা-রা বিভিন্ন সময় তাদের মেয়েদের সঙ্গে মিষ্টি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সে সব ছবি খুব ভাইরাল হয়। চলতি বছর জুনে ধোনি আর রোহিতের মেয়ের একসঙ্গে তোলা একটা ছবি খুব ভাইরাল হয়েছিল।

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)- র সঙ্গে রোহিত শর্মা (Rohit Sharma)-র সম্পর্কের কথা অনেকেরই জানা। ধোনির সব সময়ই কাছের বৃত্তের মানুষ হলেন রোহিত। রোহিত-ধোনির আন্তর্জাতিক ক্রিকেট পা রাখার মধ্যে সময়ের ব্যবধান খুব বেশি নয়। ধোনির নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রোহিত। রোহিতের খারাপ সময় ধোনি পাশে থেকেছেন। রোহিত যে স্পেশাল ট্যালেন্ট সেটা মনে নিয়ে মাহি তাঁকে সুযোগও দিয়েছেন। রোহিত বিভিন্ন সময়ে তাঁর কেরিয়ারে ধোনির অবদানের কথা বলেন। মাহিও রোহিতের প্রশংসা করেছেন বিভিন্ন সময়।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now