India Vs Bangladesh: ভরা ইডেনে সেলফি তুললেন সৌরভ গাঙ্গুলি, সুভাষ ছড়াল নেটপাড়ায়

শুক্রবার শহর কলকাতার (Kolkata) রঙ হয়ে গিয়েছিল গোলাপি (Pink)। প্রথম ভারত-বাংলাদেশ (India Vs Bangladesh) গোলাপি বলের (Pink Ball) জাদুতে নেতাজি সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhash Chandra Bose International Airport) থেকে অলিগলি যত দূর চোখ গিয়েছে রঙ একটাই গোলাপি। কানায় কানায় দর্শকের উপস্থিতিতে ভরে গিয়েছিল ইডেন চত্বর (Eden Gardens)। এমন ঐতিহাসিক মুহূর্তকে নিজের সংগ্রহে বন্দি করে রাখতে ভোলেননি মহারাজ সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)।

ভরা ইডেনে সেলফি তুললেন সৌরভ গাঙ্গুলি, সুভাষ ছড়াল নেটপাড়ায় (Photo Credits: Sourav Ganguly/Twitter)

কলকাতা, ২৩ নভেম্বর: শুক্রবার শহর কলকাতার (Kolkata) রঙ হয়ে গিয়েছিল গোলাপি (Pink)। প্রথম ভারত-বাংলাদেশ (India Vs Bangladesh) গোলাপি বলের (Pink Ball) জাদুতে নেতাজি সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhash Chandra Bose International Airport) থেকে অলিগলি যত দূর চোখ গিয়েছে রঙ একটাই গোলাপি। কানায় কানায় দর্শকের উপস্থিতিতে ভরে গিয়েছিল ইডেন চত্বর (Eden Gardens)। এমন ঐতিহাসিক মুহূর্তকে নিজের সংগ্রহে বন্দি করে রাখতে ভোলেননি মহারাজ সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। যে সুভাষ ছাপিয়ে গিয়েছে নেটপাড়াও। বিসিসিআই সভাপতির (BCCI President) জনতাবন্দি সেলফি, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড (Social Media Trend) হয়ে ওঠা তারই গোলাপি উদাহরণ। নেটিজেনদের ওয়াল জুড়ে গত শুক্রবার রাতে শুধু দাদার তোলা সেলফি (Selfie)।

ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ডের সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর অসাধ্যসাধন করেছেন মহারাজ। তাঁর উদ্যোগেই প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ খেলছে ভারত (India)। বহু আগেই যা অ্যাডিলেডে হওয়ার কথা ছিল এতদিন পর তার সাক্ষী থাকল ইডেন। বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলিদের (Virat Kohli) গোলাপি বলের টেস্ট খেলতে রাজি করানোর ক্ষেত্রে সব কৃতিত্ব সৌরভেরই। তিন বছর আগে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান থাকাকালীন ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলে খেলা শুরু হয়েছিল। তাঁর জোরাল বক্তব্যের সামনে অবস্থান বদল করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। সভাপতির মসনদে বসার মাত্র কয়েকদিনের মধ্যেই আরও এক অসাধ্যসাধন করলেন তিনি। শুক্রবারের জনপূর্ণ ইডেন প্রমাণ দিয়েছে তারই। প্রমাণ মিলেছে তার উদ্যোগে সাড়া দিয়েছেন অগণিত ক্রিকেটপ্রেমী মানুষেরা। টেস্টর বাকি দিনগুলির ক্ষেত্রেও টিকিটও বহু আগেই শেষ হয়েছে। ফলে ক্রমশ ফিকে হয়ে আসা টেস্ট ক্রিকেটে গোলাপি বল যে নতুন প্রাণ সঞ্চার করল তা বলাই বাহুল্য। আরও পড়ুন: Pink Fever In Kolkata: শহরে এবার 'পিঙ্ক বল বন বন সন্দেশ'; গোলাপি উন্মাদনায় মিষ্টিও 'গোলাপি'

স্টেডিয়াম ভরা দর্শকদের সঙ্গে তোলা সেলফি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সৌরভ। ক্যাপশন (Caption) দিয়েছেন 'পিঙ্ক টেস্ট ঘিরে ইডেনে প্রবল উদ্দিপনা'। পোস্টে বিসিসিআই এবং জয় শাহকে (Joy Shah) ট্যাগও করেছেন সৌরভ।