BBL Live Streaming: হোবার্ট হারিকেন্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪; সরাসরি দেখুন

হোবার্ট হারিকেন্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে

Hobart Hurricanes vs Adelaide Strikers (Photo Credit: @StrikersBBL/ X)

চলতি বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪-এর ৩৩তম ম্যাচে মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স (Hobart Hurricanes) ও অ্যাডিলেড স্ট্রাইকার্স (Adelaide Strikers)। হোবার্টের বেলেরিভ ওভালে এই লড়াই হবে। বর্তমানে অ্যাডিলেড ৮ ম্যাচে ৩টি জয় ও ৪টি হার নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে রয়েছে। একটি ম্যাচ অমীমাংসিত থাকায় সেটির ফলাফল আসেনি। এদিকে হোবার্ট তিনটি ম্যাচ জিতে পাঁচটিতে হেরেছে এবং পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। দুই দলই পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে আছে, কিন্তু জয় না এলে তারা ছিটকে যেতে পারে। গত ৯ জানুয়ারি, মঙ্গলবার এই দুই দল একে অপরের মুখোমুখি হয়। যেখানে ১৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে অ্যাডিলেড ৫ উইকেট ও ৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয়। চার ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ক্যামেরন বয়েস (Cameron Boyce)। AUS Test Squad, AUS vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে ফিরছেন ম্যাট রেনশ, জানুন সম্পূর্ণ দল

অ্যাডিলেড স্ট্রাইকার্স স্কোয়াড: ম্যাথু শর্ট (অধিনায়ক), ডি আরসি শর্ট, ক্রিস লিন, হ্যারি নিলসন (উইকেটরক্ষক), অ্যাডাম হোস, টমাস কেলি, জেমি ওভারটন, হেনরি থর্নটন, ডেভিড পেইন, ক্যামেরন বয়েস, লয়েড পোপ, ওয়েস আগার, জেমস বাজলি, ব্রেন্ডন ডগেট, বেন ম্যানেন্টি, জেক ওয়েদারাল্ড।

হোবার্ট হারিকেন্স স্কোয়াড: বেন ম্যাকডরমেট (উইকেটরক্ষক), কালেব জুয়েল, ম্যাকালিস্টার রাইট, স্যাম হ্যান, কোরি অ্যান্ডারসন, নিখিল চৌধুরী, টিম ডেভিড, ক্রিস জর্ডান, প্যাট্রিক ডুলি, ন্যাথান এলিস (অধিনায়ক), রাইলি মেরেডিথ, স্যাম হিজলেট, মিচেল ওয়েন, বিলি স্ট্যানলেক, ব্র্যাডলি হোপ।

কবে, কোথায় আয়োজিত হবে হোবার্ট হারিকেন্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ?

১১ জানুয়ারি হোবার্টের বেলেরিভ ওভালে (Bellerive Oval, Hobart) ২০২৩-২৪ বিগ ব্যাশ লিগ ম্যাচে মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স।

কখন থেকে শুরু হবে হোবার্ট হারিকেন্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ?

হোবার্ট হারিকেন্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন হোবার্ট হারিকেন্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ

সরাসরি টিভিতে হোবার্ট হারিকেন্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টসে নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন হোবার্ট হারিকেন্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ

সরাসরি অনলাইনে হোবার্ট হারিকেন্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪ ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।