Dhoni Filed Case: দুই প্রাক্তন বিজনেস পার্টনারের বিপক্ষে ১৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ ধোনির

এমএস ধোনির প্রতিনিধিত্বকারী উকিলের দাবি, আরকা স্পোর্টস তাঁদের ভুল বুঝিয়ে প্রতারণা করেছে, যার ফলে তাঁদের ১৫ কোটির বেশি ক্ষতি হয়েছে।

MS Dhoni (Photo Credits: Twitter)

ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ২ জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন রাঁচির আদালতে। তিনি তাঁর প্রাক্তন ব্যবসায়িক অংশীদার মিহির দাওকার (Mihir Dawkar) এবং সৌম্য বিশ্বাসের (Soumya Vishwash) বিরুদ্ধে ২০১৭ সালের একটি চুক্তি নিয়ে মামলা দায়ের করেছেন। জানা গিয়েছে, ২০১৭ সালে এক অভিযুক্ত এবং ধোনির মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী বিশ্বব্যাপি একটি ক্রিকেট অ্যাকাডেমি খোলা হবে। তবে অভিযুক্তকারীরা চুক্তিতে উল্লিখিত শর্ত উপেক্ষা করেন। চুক্তির শর্ত অনুযায়ী আরকা স্পোর্টসকে (Aarka Sports) একটি ফ্র্যাঞ্চাইজি ফি দিতে এবং মুনাফা ভাগাভাগি করতে হবে, যা অনুসরণ করা হয়নি। একাধিকবার চেষ্টা করেও চুক্তিতে বর্ণিত শর্তাবলী উপেক্ষা করা হয়। ফলে ২০২১ সালের ১৫ অগস্ট আরকা স্পোর্টস যে অথরিটি লেটার দিয়েছিল, তা বাতিল করে দেন মাহি এরপর তারা একাধিক আইনি নোটিশও পাঠায় তাঁকে। Ambati Rayudu: ৮ দিনেই রাজনীতি ছাড়লেন রায়াডু

এমএস ধোনির প্রতিনিধিত্বকারী উকিলের দাবি, আরকা স্পোর্টস তাঁদের ভুল বুঝিয়ে প্রতারণা করেছে, যার ফলে তাঁদের ১৫ কোটির বেশি ক্ষতি হয়েছে। আরকা স্পোর্টসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পর ধোনির এক বন্ধুও তাঁকে হেনস্থা ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। শুক্রবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম শ্রেণি) রাজ কুমার পাণ্ডে এই মামলার এক সাক্ষীর বয়ান রেকর্ড করে পরবর্তী শুনানির দিন ধার্য করেন ২০ জানুয়ারি। আদালতের নথি অনুযায়ী, গত ১৭ অক্টোবর সীমান্ত লোহানি নামে এক ব্যক্তির মাধ্যমে ধোনির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) এবং ৪২০ (প্রতারণা) ধারায় তদন্তের আবেদন করা হয়।