Danish Kaneria Urges Yuvraj And Harbhajan To Help Pakistan's Minorities: 'পাকিস্তানের সংখ্যালঘুদের সাহায্য করুন', যুবরাজ ও হরভজনকে অনুরোধ দানিশ কানেরিয়ার
পাকিস্তানে করোনাভাইরাসের মোকাবিলায় সাহায্য করছে শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন (Shahid Afridi Foundation)। সেই ফাউন্ডেশনকে সাহায্য করেছেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh) ও হরভজন সিং (Harbhajan Singh)। টুইটারে পাকিস্তানি ক্রিকেটারের উদ্যোগের প্রশংসা করে সরাসরি সমর্থন জানিয়েছিলেন যুবরাজ সিং। এবার যুবরাজ ও হরভজনকে পাকিস্তানের সংখ্যালঘুদের (Pakistan's Minorities) সাহায্য করতে আবেদন করলেন দানিশ কানেরিয়া (Danish Kaneria)। দানিশ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।
ইসলামাবাদ, ৩ এপ্রিল: পাকিস্তানে করোনাভাইরাসের মোকাবিলায় সাহায্য করছে শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন (Shahid Afridi Foundation)। সেই ফাউন্ডেশনকে সাহায্য করেছেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh) ও হরভজন সিং (Harbhajan Singh)। টুইটারে পাকিস্তানি ক্রিকেটারের উদ্যোগের প্রশংসা করে সরাসরি সমর্থন জানিয়েছিলেন যুবরাজ সিং। এবার যুবরাজ ও হরভজনকে পাকিস্তানের সংখ্যালঘুদের (Pakistan's Minorities) সাহায্য করতে আবেদন করলেন দানিশ কানেরিয়া (Danish Kaneria)। দানিশ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।
কয়েকদিন ধরেই নানা খবর সামনে আসছে যে পাকিস্তানে সংখ্যালঘুদের ঠিকমতো খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে না। আজ দানিশ কানেরিয়ার টুইটের পর সেই অভিযোগ অনেকটাই জোর পেল। দানিশ কানেরিয়া টুইট করে যুবরাজ সিং ও হরভজন সিংকে পাকিস্তানের সংখ্যালঘুদের জন্য ভিডিয়ো করতে আবেদন করেন। তিনি ফেসবুকের একটি লিঙ্কও শেয়ার করেন, যে লিঙ্কের মাধ্যমে অনুদান দেওয়া যাবে। যুবরাজ ও হরভজনের উদ্দেশে দানিশ লেখেন, "পাকিস্তানের সংখ্যালঘুদের এখন আপনাদের সাহায্য প্রয়োজন।" আরও পড়ুন: PM Narendra Modi Speaks To Indian Sportspersons: দেশের ৪০ জন ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে সরাসরি সমর্থন জানিয়েছিলেন যুবরাজ সিং। আর তাতেই নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ হয়ে চরম সমালোচনা করেছিল তারকা ক্রিকেটারের। পরে সমালোচকদের একহাত নেন বাঁহাতি তারকা। পালটা টুইটে যুবরাজ ক্ষোভ উগরে দেন। লেখেন, “দরিদ্রদের সাহায্য করার বার্তা কীভাবে অন্যভাবে তুলে ধরা হয়, তা আমার কাছে এখনও বোধগম্য নয়। আমার উদেশ্য ছিল একটাই, সেই বার্তার মাধ্যমে প্রতিবেশী দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন আরও সাহায্য করে দরিদ্রদের। কাউকে আঘাত করার উদ্দেশ্যে টুইট করিনি।” এর সঙ্গে তিনি আরও লেখেন, “আমি সবার আগে একজন ভারতীয়, ব্লিড ব্লু। এবং সর্বদাই মানবতার পক্ষে দাঁড়াব। জয় হিন্দ।”
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)