Danish Kaneria Backs Sourav Ganguly: ICC প্রেসিডেন্ট হওয়ার জন্য সৌরভ গাঙ্গুলির চেয়ে ভালো প্রার্থী আর কেউ নেই: দানেশ কানেরিয়া
সাউথ আফ্রিকার গ্রিম স্মিথের (Graeme Smith) পরে নির্বাসিত পাকিস্তানের লেগ স্পিনার দানিশ কানেরিয়াও (Danish Kaneria) প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) আইসিসি (ICC) প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। ইংল্যান্ডে একটি কাউন্টি ম্যাচে স্পট-ফিক্সিংয়ের দায়ে আজীবন নির্বাসিত হওয়া কানেরিয়া জানিয়েছেন, সৌরভ আইসিসি সভাপতি হলে তিনি ফের নির্বাসনের বিরুদ্ধে আবেদন জানাবেন। তাঁর আশা, সেক্ষেত্রে আইসিসি-র কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক যদি প্রেসিডেন্ট হন তবে কি আইসিসির কাছে নির্বাসন তুলতে আবেদন করবেন? এই প্রশ্নের জবাবে কানেরিয়া বলেন, "হ্যাঁ আমি আপিল করব (সৌরভ গাঙ্গুলির কাছে) এবং আমি নিশ্চিত আইসিসি আমাকে সর্বাত্মকভাবে সহায়তা করবে।"
সাউথ আফ্রিকার গ্রিম স্মিথের (Graeme Smith) পরে নির্বাসিত পাকিস্তানের লেগ স্পিনার দানিশ কানেরিয়াও (Danish Kaneria) প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) আইসিসি (ICC) প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। ইংল্যান্ডে একটি কাউন্টি ম্যাচে স্পট-ফিক্সিংয়ের দায়ে আজীবন নির্বাসিত হওয়া কানেরিয়া জানিয়েছেন, সৌরভ আইসিসি সভাপতি হলে তিনি ফের নির্বাসনের বিরুদ্ধে আবেদন জানাবেন। তাঁর আশা, সেক্ষেত্রে আইসিসি-র কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক যদি প্রেসিডেন্ট হন তবে কি আইসিসির কাছে নির্বাসন তুলতে আবেদন করবেন? এই প্রশ্নের জবাবে কানেরিয়া বলেন, "হ্যাঁ আমি আপিল করব (সৌরভ গাঙ্গুলির কাছে) এবং আমি নিশ্চিত আইসিসি আমাকে সর্বাত্মকভাবে সহায়তা করবে।"
পাকিস্তানের হয়ে টেস্টে ২৬১ উইকেট নেন কানেরিয়া। এখন পর্যন্ত তিনিই সবচেয়ে সফল পাকিস্তানি টেস্ট বোলার। কিন্তু ভাল পারফরম্যান্সের পরেও স্পট-ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে পড়ায় তিনি নির্বাসিত হন। ২০১২ সালে এসেক্সের হয়ে খেলার সময় তিনি স্পট-ফিক্সিং করেন বলে অভিযোগ ওঠে। শুরুতে এই অভিযোগ অস্বীকার করলেও, ২০১৮ সালে তিনি স্পট-ফিক্সিংয়ের কথা স্বীকার করেন। আরও পড়ুন: Darren Sammy: 'ভারতে কালু বলে ডাকা হত আমাকে', বর্ণবিদ্বেষের অভিযোগ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন স্যামির
ক্যানেরিয়া বর্তমান বিসিসিআই সভাপতির আরও প্রশংসা করেছেন। তিনি বলেন যে তিনি আইসিসি প্রেসিডেন্ট হওয়ার জন্য নিখুঁত মানুষ হবেন সৌরভ। তাঁর মতে, "সৌরভ গাঙ্গুলি দুর্দান্ত ক্রিকেটার। তিনি তারতম্য বোঝেন। আইসিসি প্রেসিডেন্টের ভূমিকার জন্য তাঁর চেয়ে ভালো প্রার্থী আর কেউ নেই। গাঙ্গুলি ভারতকে বেশ ভাল নেতৃত্ব দিয়েছেন এবং এর পরে এমএস ধোনি এবং বিরাট কোহলি এগিয়ে এসেছেন। আমি বিশ্বাস করি তিনি ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারেন।"