Chennai Super Kings Suspend Team Doctor : শহিদ ভারতীয় সেনাদের নিয়ে অশোভনীয় টুইট, চাকরি খোয়ালেন সিএসকে-র চিকিৎসক মধু থোট্টাপিল্লিল

Chennai Super Kings Suspend Team Doctor Madhu Thottappillil For Distasteful Tweet On Indian Soldiers Martyred at Galwan Valley

CSK Suspend Team Doctor for Tweet On Galwan Valley Incident (Photo Credits: Twitter/ CSK, File Image)

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের মৃত্যু সম্পর্কিত অশোভনীয় টুইটের জন্য চাকরি খোয়ালেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings ) চিকিৎসক মধু থোট্টাপিল্লিল (Madhu Thottappillil)। তাঁকে সাময়িক বরখাস্ত করেছে আইপিএল-র দলটি। ভারতীয় সেনাবাহিনী এবং চিনা সেনাদের মধ্যে সোমবার রাতে সংঘর্ষ হয় লাদাখর গালওয়ান উপত্যকায় (Galwan Valley)। সংঘর্ষে এক কমান্ডিং অফিসার সহ ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। সেই ঘটনার প্রেক্ষিতে মধু টুইটারে লেখেন, "কৌতূহলী হয়ে জানতে চাইছ কফিনগুলিতে কি পিএম কেয়ার স্টিকার লাগানো থাকবে।"

এরপরই বিষয়টি নিয়ে ঝড় ওঠে সোশাল মিডিয়ায়। এরপরই আইপিএল দলটি জানিয়েছে, তারা এই টুইটটির জন্য দুঃখপ্রকাশ করছে। তাদের অজান্তেই এসব হয়েছে। মন্তব্যের জন্য টিমের চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চেন্নাই সুপার কিংসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট মধু থোট্টাপিল্লিলের ব্যক্তিগত টুইট সম্পর্কে সচেতন ছিল না। তাঁকে চিকিৎসকের পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। চেন্নাই সুপার কিংস তাঁর ওই টুইটটির জন্য দুঃখপ্রকাশ করছে। যা ম্যানেজমেন্টের অজান্তেই হয়েছে, টুইটটি শোভনীয় ছিল না। আরও পড়ুন: Rajnath Singh Speaks on India-China Face-Off: শহিদ সেনাদের সাহস ও ত্যাগ কখনই ভুলতে পারবে না দেশ: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

লাদাখে সংঘর্ষে নিহত ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, যুবরাজ সিংরা। বিরাট কোহলি লিখেছেন, "দেশকে রক্ষার কাজে গালোয়ান উপত্যকায় নিহত সেনাদের স্যালুট জানাই। একজন সেনার মতো সাহসী এবং স্বার্থহীন কেউই হতে পারেননা। তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। "

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now