Happy Birthday Sourav Ganguly: ৫০-এ প্রবেশ, চিকেন-মটন ছেড়ে মাছভাতে জন্মদিন উদযাপন মহারাজের
৪৯ বছরের জন্মদিনে বড় মাপের কোনও উদযাপনে গেলেন না বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি( Sourav Ganguly)৷ বাড়িতেই একেবারে ঘরোয়াভাবে চলছে জন্মদিনের খাওয়াদাওয়া৷ চলতি বছরের শুরুতে শারীরিক অসুস্থতা ভোগালেও এখন সুস্থই আছেন৷ তবে চিকেন, মটন খাদ্যতালিকা থেকে বাদ পড়েছে৷
৪৯ বছরের জন্মদিনে বড় মাপের কোনও উদযাপনে গেলেন না বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি( Sourav Ganguly)৷ বাড়িতেই একেবারে ঘরোয়াভাবে চলছে জন্মদিনের খাওয়াদাওয়া৷ চলতি বছরের শুরুতে শারীরিক অসুস্থতা ভোগালেও এখন সুস্থই আছেন৷ তবে চিকেন, মটন খাদ্যতালিকা থেকে বাদ পড়েছে৷ বয়সকে সংখ্যা ছাড়া আর কিছু ভাবতে রাজি নন বিসিসিআই প্রেসিডেন্ট৷ মেয়ে সানা বাবার জন্মদিনের গুরু দায়িত্ব পাল করেন৷ কী কী মেন্যু হবে সব তিনিই ঠিক করেন৷ আসলে সন্তান বড় হলে তো বাবা-মায়ের জন্মদিনে তাদের উৎসাহই সবথেকে বেশি হয়৷ সৌরভের ক্ষেত্রেও সেই নিয়মের তেমন কোনও নড়চড় হচ্ছে না৷ আগে হলে এই দিনটিতে বেহালারা বীরেন রায় রোডের বাড়ির সামনে ভক্ত অনুরাগীদের ভিড় লেগে থাকত৷ আরও পড়ুন-Rachchpal Singh Dies: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
তবে এই অতিমারীর সময় সেই ছবিটা বদলেছে৷ আগে হলে আজকের দিনে ফুল, কেক, উপহার নিয়ে ভক্তদের ভিড় লেগে থাকত গাঙ্গুলি বাড়ির সামনে৷ তবে এবার পেয়েছেন উপহার৷ স্ত্রী ডোনা রাত বারোটাতেই ফোন গিফট করেছেন তাঁকে৷ তবে সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত সৌরভ কখনওই জন্মদিন উপলক্ষে বিরাট উদযাপনে মাতেন না৷ আর এখন তো দুর্দিন চলছে৷ খেলা ছাড়ার পর টেলিভিশনে তাঁর বুদ্ধিদীপ্ত উপস্থাপনা ভীষণভাবেই আলোচ্য৷ আর এখন তো মানুষের পাশে দেখা যাচ্ছে মহারাজকে৷ কখনও করোনা টিকাকরণে বিরাট ভূমিকা নিচ্ছেন৷ কখনও আবার ঘূর্ণিঝড় বিধ্বস্তদের ত্রানে সহযোগিতা করছেন৷ এমন বিপর্যয় আগে দেখেননি৷ তাই মানুষের পাশে থাকার চেষ্টা সর্বোতোভাবে করে চলেছেন ভারতীয় ক্রিকেটের এই প্রাক্তন বাঁহাতি৷
যেহেতু শরীর বাদ সেধেছে৷ তাই জন্মদিনের ভূরিভোজে মাংসের বদলে মাছই থাকবে৷ এখন কম তেলের খাবারদাবারে অভ্যস্ত হয়েছেন মহারাজ৷ এদিনও তার ব্যাতিক্রম হচ্ছে না৷ তবে মেয়ে সানার পছন্দের কেক কেটেই ৫০-এ প্রবেশের সূচনা করবেন সৌরভ৷ জীবনের প্রতিদিন কোনও না কোনও রেজোলিউশন নিয়ে থাকেন৷ তাই আজ তাঁর কাছে আলাদা কিছু নয়৷ তবে জন্মদিনে কাজ করছেন না৷ কাল থেকে ফের নতুন উদ্যমে লেগে পড়বেন৷
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)