BCCI 89th AGM: ২৪ ডিসেম্বর বিসিসিআই-র এজিএম, অলিম্পিকে ক্রিকেট ও নতুন আইপিএল দল মূল্য আলোচ্য বিষয়

২৪ ডিসেম্বর বসছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) ৮৯ তম বার্ষিক সাধারণ সভা (AGM)। বিসিসিআই-র সচিব জয় শাহ রাজ্য সংস্থাগুলিকে জানিয়েছেন যে সভা কোথায় হবে তা পরে জানানো হবে। অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি ও দুটি নতুন আইপিএল দলের অন্তর্ভুক্তি বৈঠকে আলোচনার দুটি প্রধান বিষয় হতে চলেছে। বিসিসিআই সচিব জয় শাহ রাজ্য সংস্থাগুলিকে পাঠানো মেলে লিখেছেন, "বিসিসিআই-র ৮৯ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম হিসাবে পরিচিত) ২৪ ডিসেম্বর বেলা ১২টার সময় শুরু হবে। সভার ভেন্যুর বিশদ ও বাকি আলোচ্য বিষয়গুলি যথাযথভাবে জানানো হবে। আপনাদের বৈঠকে অংশ নিতে অনুরোধ করা হচ্ছে।”

জয় শাহ ও সৌরভ গাঙ্গুলি (Photo Credits: Twitter/@BCCI)

২৪ ডিসেম্বর বসছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) ৮৯ তম বার্ষিক সাধারণ সভা (AGM)। বিসিসিআই-র সচিব জয় শাহ রাজ্য সংস্থাগুলিকে জানিয়েছেন যে সভা কোথায় হবে তা পরে জানানো হবে। অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি ও দুটি নতুন আইপিএল দলের অন্তর্ভুক্তি বৈঠকে আলোচনার দুটি প্রধান বিষয় হতে চলেছে।

বিসিসিআই সচিব জয় শাহ রাজ্য সংস্থাগুলিকে পাঠানো মেলে লিখেছেন, "বিসিসিআই-র ৮৯ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম হিসাবে পরিচিত) ২৪ ডিসেম্বর বেলা ১২টার সময় শুরু হবে। সভার ভেন্যুর বিশদ ও বাকি আলোচ্য বিষয়গুলি যথাযথভাবে জানানো হবে। আপনাদের বৈঠকে অংশ নিতে অনুরোধ করা হচ্ছে।” আরও পড়ুন: Virat Kohli's New Record: ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১২,০০০ রান, সচিনকে টপকালেন বিরাট কোহলি

যে যে বিষয়ে এজিএম-এ আলোচনা হবে:

A. Confirmation of the minutes of the 88th Annual General Meeting of BCCI held on December 1, 2019 at BCCI Headquarters, Cricket Centre, Mumbai.

B. Election of the Vice-President.

C. Election of 2 (two) representatives of the General Body in the Governing Council of the IPL.

D. Induction/appointment of the following members of the Governing Council:

(a) 2 (two) representatives of the General Body; and

(b) 1 (one) representative of the Indian Cricketer’s Association;

E. Adoption of the report of the secretary for the year 2019-20 under review.

F. Adoption of the treasurer’s report and the audited accounts for the year FY 2018-19.

G. Adoption of the Annual Budget for the year FY 2020-21.

H. Appointment of the Auditor or Auditors for the year 2019-20 and 2020-21 and fix their remuneration.

I. Appointment of the Ombudsman and Ethics Officer.

J. Appointment of the Cricket Committees and Standing Committees as mentioned in Rules 26 and 25 respectively.

K. Appointment of the Umpires Committee as mentioned in Rule 27.

L. Consideration of:

(a) the Report and recommendations of the Apex Council, the CEO and the Committees and to propose policy directions to the Apex Council;

(b) the Report and recommendations of the Governing Council and to propose policy directions to the Governing Council;

(c) the Reports of the Ombudsman and Ethics Officer and any recommendations made therein;

M. Consideration of any motion, notice whereof is given by a Full Member to the Secretary, 21 (twenty-one) days before the meeting.

N. To appoint the BCCI’s Representative or Representatives on the International Cricket Council and/or any similar organization.

O. Approval on inclusion of 2 (two) new team to the Indian Premier League.

P. Discussion of BCCI’s stand on inclusion of cricket in Los Angeles Olympic Games in 2028.

Q. To update on ICC matters.

R. To update on National Cricket Academy matters.

S. To update on ICC T20 World Cup 2021 scheduled to be held in India.

T. To update on India’s Future Tour Programs.

U. Ratification of rules framed by the Apex Council, in terms of Rule 15 of BCCI’s Rules and Regulations.

V. Consideration of any business, which the President may consider necessary to be included in the agenda.

W. Transaction of any other business of an informal character as may be permitted by the Chairperson.