IPL Auction 2025 Live

T20 World Cup 2022: ২০২২- এ অস্ট্রেলিয়াতে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ঘোষণা আইসিসির

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেনু ঘোষণা করল ইন্টার ন্যাশনাল কাউন্টিং অফ ক্রিকেটস আইসিসি। আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে চলেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হয়েছে সাতটি স্টেডিয়াম।

ICC T20 World Cup trophy (Photo credit: Twitter)

M২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022:)ভেনু ঘোষণা করল ইন্টার ন্যাশনাল কাউন্টিং অফ ক্রিকেটস আইসিসি। আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে চলেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হয়েছে সাতটি স্টেডিয়াম। এগুলি হল যথাক্রমে মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেড, পার্থ, হোবার্ট, গিলং, ব্রিসবেন। এই সাতটি স্টেডিয়ামে হবে মোট ৪৫ টি ম্যাচ। ১৬ অক্টোবর ২০২২-এ শুরু হয়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে ১৩ নভেম্বর, স্থান মেলবোর্ন। এর আগে সেমি ফাইনাল ম্যাচ দুটি যথাক্রমে ৯ নভেম্বর হবে অ্যাডিলেডে ও ১০ নভেম্বর হবে  সিডনিতে। আরও পড়ুন- Dilip Ghosh Reacts Over Babul Supriyo: বাবুলকে ঝুনঝুনি দেবে তৃণমূল, মেয়র পদ প্রসঙ্গে কটাক্ষ দিলীপের

সবে সবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে ব্যাগি গ্রিন বাহিনী। দেশে চলছে উদযাপনের মরশুম, এমন পরিস্থিতিতে আইসিসি যে আগামী ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আয়োজক দেশ হিসেবে অস্ট্রেলিয়াকেই বেছে নেবে তানিয়ে কোনওরকম সন্দেহ ছিল না। বলাবাহুল্য, অজিদের ডিরেসিং রুমে শুরু হয়েছে উৎসব। ইতিমধ্যেই আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে খেলার জন্য কোয়ালিফাই করেছে ১২টি দেশ। এগুলি হল- চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্স আপ নিউজিল্যান্ড,  ইংল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আফগানিস্তান। আইসিসির টপ এইটের ব়্যাংকিংয়ে রয়েছে এই দেশগুলি, আগামী বছর অর্থাৎ  আজ থেকে ঠিক ১১ মাস পরে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে এই আটটি দেশ। বাকি আটটি দেশের মধ্যে চারটি হল নামিবিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এরা-সহ আরো চারটি দেশকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে  ২০২২-এ ওমান ও জিম্বাবোয়েতে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে উত্তীর্ণ হতে হবে।