India vs Australia 1st ODI 2020: সিডনিতে প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬৬ রানে হারল ভারত
সিডনিতে প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার (India vs Australia 1st ODI 2020) কাছে ৬৬ রানে হারল ভারত। কাজে এল না শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়ার লড়াই। সিডনিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন ফিঞ্চরা।ভারতের সামনে ৩৭৫ রানের লক্ষ্য রাখে তারা। ফিঞ্চ এবং স্মিথের জোড়া সেঞ্চুরিতে ভর করে অজিরা গুঁড়িয়ে দেয় ভারতীয় পেস অ্যাটাক। শামি ৩টে উইকেট পেলেও ১০ ওভারে দিয়েছেন ৫৯ রান। দলের সেরা পেসার বুমরার অবস্থা আরও করুণ। ১০ ওভার বল করে ৭৩ রান দিয়ে তিনি নিয়েছেন মাত্র ১ উইকেট। ৮৩ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন সাইনি এবং ৮৯ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন চাহাল।
সিডনিতে প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার (India vs Australia 1st ODI 2020) কাছে ৬৬ রানে হারল ভারত। কাজে এল না শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়ার লড়াই। সিডনিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন ফিঞ্চরা।ভারতের সামনে ৩৭৫ রানের লক্ষ্য রাখে তারা। ফিঞ্চ এবং স্মিথের জোড়া সেঞ্চুরিতে ভর করে অজিরা গুঁড়িয়ে দেয় ভারতীয় পেস অ্যাটাক। শামি ৩টে উইকেট পেলেও ১০ ওভারে দিয়েছেন ৫৯ রান। দলের সেরা পেসার বুমরার অবস্থা আরও করুণ। ১০ ওভার বল করে ৭৩ রান দিয়ে তিনি নিয়েছেন মাত্র ১ উইকেট। ৮৩ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন সাইনি এবং ৮৯ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন চাহাল।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে পড়ে যায় ভারত। মায়াঙ্ক আগরওয়াল (২২), বিরাট কোহলি (২১), শ্রেয়স আইয়ার (২) ফিরে যান পর পর। ১২ রান করেন কেএল রাহুল। ১৫ ওভারের মধ্যে চার উইকেট পড়ে যায়। শিখরের সঙ্গে হার্দিকের পার্টনারশিপে পাল্টা লড়াইয়ে ফেরে কোহলিরা। যদিও স্বপ্ন শেষ গতে সময় লাগেনি বেশি। ৮৬ বলে ৭৪ রান করে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ধাওয়ান। ৭৬ বলে ৯০ রান করে আউট হন হার্দিক। আরও পড়ুন: SCEB vs ATKMB Live Streaming: কোথায়, কখন দেখবেন এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্যাচের সরাসরি সম্প্রচার
শেষ পর্যন্ত ভারত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান তোলে। ৬৬ রানে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।