Kieron Pollard Death Hoax: আবুধাবিতে টি-টেন লীগ খেলছেন কায়রন পোলার্ড, ক্যারিবিয়ান অলরাউন্ডারের দুর্ঘটনাজনিত মৃত্যুর খবরে ভরল ইউটিউব
এই মুহূর্তে আবু ধাবিতে টি-টেন খেলছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার কায়রন পোলার্ড। আর এখনই কিনা ইউটিউবে ভাইরাল হয়ে গেছে পথদুর্ঘটনায় মৃত কায়রন পোলার্ড (Kieron Pollard Death Hoax)। এমন খবরে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় প্রিয় অলরাউন্ডারের স্মৃতিতে শোকজ্ঞাপন করে চলেছে। টুইটার ভরে গিয়েছে ক্রিকেটার কায়রন পোলার্ডের মৃত্যুর গুজবে। সোশ্যাল মিডিয়া যখন তাঁর মৃত্যুর ভুয়ো ভিডিও এবং ভুয়ো খবরে ছয়লাপ কায়রন পোলার্ড তখন আবু ধাবির ২২ গজে ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে পুনে ডেভিলসের বিরুদ্ধে টি-টেন লিগের দ্বিতীয় ম্যাচ খেলছেন। ডেকান গ্ল্যাডিয়েটর্সের ক্যাপ্টেন কায়রন পোলার্ড।
Fact Check: এই মুহূর্তে আবু ধাবিতে টি-টেন খেলছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার কায়রন পোলার্ড। আর এখনই কিনা ইউটিউবে ভাইরাল হয়ে গেছে পথদুর্ঘটনায় মৃত কায়রন পোলার্ড (Kieron Pollard Death Hoax)। এমন খবরে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় প্রিয় অলরাউন্ডারের স্মৃতিতে শোকজ্ঞাপন করে চলেছে। টুইটার ভরে গিয়েছে ক্রিকেটার কায়রন পোলার্ডের মৃত্যুর গুজবে। সোশ্যাল মিডিয়া যখন তাঁর মৃত্যুর ভুয়ো ভিডিও এবং ভুয়ো খবরে ছয়লাপ কায়রন পোলার্ড তখন আবু ধাবির ২২ গজে ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে পুনে ডেভিলসের বিরুদ্ধে টি-টেন লিগের দ্বিতীয় ম্যাচ খেলছেন। ডেকান গ্ল্যাডিয়েটর্সের ক্যাপ্টেন কায়রন পোলার্ড। তখন সবে ক্রিজে নেমে ৬ বলে ২ রান করেছেন। এমন সময়ই পোলার্ডের মৃত্যুর ভুয়ো ভিডিও প্রকাশ করেছে বিভিন্ন ইউটিউব চ্যানেল। আরও পড়ুন-Sourav Ganguly Health Update: হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে সৌরভের বুকে বসল ২ টি স্টেন্ট, অবস্থা স্থিতিশীল
উল্লেখ্য, মহামারী করোনার দাপটে ওয়েস্টি ইন্ডিজের অনেক ক্রিকেটারই বাংলাদেশে খেলতে যেতে চাননি। সেই দলে রয়েছেন কায়রন পোলার্ডও। বরং সংযুক্ত আরব আমিরশাহীতে এসে চলতি বছরের টি-টেন লীগেখেলছেন তিনি।