India beat Australian team in MCG: বর্ষশেষের বাজিগর রাহানে, ৮ উইকেটে অজি বধ টিম ইন্ডিয়ার
বক্সিং ডে টেস্ট শেষে জয়ের হাসি হাসল ভারত। কাটল অ্যাডিলেডের অন্ধকার দশা। মেলবোর্নের ২২ গজে আট উইকেট ব্যগি গ্রিনকে বধ করল অজিঙ্কে রাহানের ভারত। হ্যাঁ আজ রাহানের কথা বলতেই হবে। একেবারে খাদের কিনারা থেকে ভারতীয় দলকে পুরো জয়ের পথে টেনে আনলেন রাহানে। বর্ষশেষে বিরাটহীন ভারতীয় দল হারালো ক্রিকেট বিশ্বের সেরা টিম অস্ট্রেলিয়াকে (India beat Australian team)। পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন বিরাট কোহলি। নেতৃত্বের ভার রাহানের ওপর। প্রথম টেস্টের যাবতীয় অন্ধকার দূরে সরিয়ে মেলবোর্নে উজ্জ্বল রাহানের টিম ইন্ডিয়া।
মেলবোর্ন, ২৯ ডিসেম্বর: বক্সিং ডে টেস্ট শেষে জয়ের হাসি হাসল ভারত। কাটল অ্যাডিলেডের অন্ধকার দশা। মেলবোর্নের ২২ গজে আট উইকেট ব্যগি গ্রিনকে বধ করল অজিঙ্কে রাহানের ভারত। হ্যাঁ আজ রাহানের কথা বলতেই হবে। একেবারে খাদের কিনারা থেকে ভারতীয় দলকে পুরো জয়ের পথে টেনে আনলেন রাহানে। বর্ষশেষে বিরাটহীন ভারতীয় দল হারালো ক্রিকেট বিশ্বের সেরা টিম অস্ট্রেলিয়াকে (India beat Australian team)। পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন বিরাট কোহলি। নেতৃত্বের ভার রাহানের ওপর। প্রথম টেস্টের যাবতীয় অন্ধকার দূরে সরিয়ে মেলবোর্নে উজ্জ্বল রাহানের টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে অলআউট করার পর অধিনায়ক রাহানের সেঞ্চুরি এবং রবীন্দ্র জাদেজার হাফ সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৩২৬ রান তোলে ভারত। আরও পড়ুন-Mamata Banerjee’s Mega Road Show: আজ বোলপুরে মমতা এবং নন্দীগ্রামে শুভেন্দু, জোড়া সভাকে কেন্দ্র করে সড়গরম রাজ্য রাজনীতি
এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই টিম ইন্ডিয়ার সুপার পাওয়ার বোলিংয়ের সামনে দিশেহারা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। একের পর পড়ল উইকেট। উমেশ যাদব, রবিচন্দ্রণ অশ্বিন, সিরাজ, বুমরাহ, জাদেজার দুরন্ত বোলিংয়ে ধরাশায়ী অজিরা। তখন পটাপট উইকেট পড়চে আর প্যাভিলিয়নরে পথ ধরছেন মার্নাস, ওয়েড, টিম পেন, স্টিভ স্মিথরা। ততই চওড়া হাসি খেলে যাচ্ছে টিম ইন্ডিয়ার অন্দরে। ২০২০-যে রাহানের হতে চলেছে তা সেই সময়ই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। শুধু ধৈর্য্য ধরে ক্রিজে টিকে থাকাই তখন সবথেকে বড় বিষয় ছিল। ২০০ রানে অস্ট্রেলিয়ার ব্যটিং অর্ডারকে গুঁড়িয়ে দেয় ভারতীয় দল। এরপর ৭০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেই প্রথমে গ্রহের ফেরে পড়ে টিম ইন্ডিয়া। ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারার উইকেট হারিয়ে বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। তবে ওপেনার শুভমন গিল ও অধিনায়ক রাহানের দুরন্ত পার্টনারশিপ টিম ইন্ডিয়াকে খেলায় ফেরায়। ২ উইকেট হারিয়ে ১৫.৫ ওভারে প্রয়োজনীয় ৭০ রান তুলে নেন রাহানে শুভমন জুটি। এই জয়ের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজে সমতা ফেরায় ভারত।