ACC U19 Asia Cup Live Streaming: আফগানিস্তান বনাম নেপাল, সরাসরি দেখুন এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

টিভিতে কোনো ম্যাচ সম্প্রচার করা হবে না। সব ম্যাচ দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেলে, নিচে লিঙ্ক দেওয়া হল

ACC U-19 Asia Cup 2023 (Photo Credit: @ICCAsiaCricket/ X)

আজ ১০ ডিসেম্বর দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৩-এর তৃতীয় দিন, যেখানে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ছাড়াও দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান বনাম নেপাল। এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য দলগুলোকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে তাদের দক্ষতা রপ্ত করার সুযোগ করে দেওয়া। আগের সংস্করণের মতো এ বছরও আটটি দেশ অংশগ্রহণ করেছে। যেখানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য দেশ এবং সংযুক্ত আরব আমিরাত, জাপান ও নেপাল বাছাইপর্বের দল। 'এ' ও 'বি' গ্রুপে ভারত খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, আফগানিস্তান ও নেপালের সঙ্গে এবং 'বি' গ্রুপে রয়েছে জাপান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আয়োজক সংযুক্ত আরব আমিরাত। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত, দ্য মেন ইন ব্লু রেকর্ড আটবার টুর্নামেন্ট জিতেছে। জাপান প্রথমবার এই সুযোগ পাওয়ায় ইতিহাস গড়ায় উৎসাহী হবে। BAN vs NZ 2nd Test, Day 4: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, চতুর্থ দিন, সরাসরি দেখবেন যেখানে (ভারত এবং বাংলাদেশ)

কোথায়, কখন আয়োজিত হয়েছে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ?

দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে (ICC Academy Ground, Dubai) এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আয়োজিত হয়েছে সকাল ১১টা থেকে।

কোথায় সরাসরি দেখবেন এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ?

টিভিতে কোনো ম্যাচ সম্প্রচার করা হবে না। সব ম্যাচ দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) ইউটিউব চ্যানেলে।

আফগানিস্তান বনাম নেপাল

নেপাল অনূর্ধ্ব-১৯ দল: অর্জুন কুমাল, তিলক ভান্ডারি, আকাশ ত্রিপাঠি, দেব খানাল (অধিনায়ক), উত্তম রাঙ্গু থাপা মাগার, গুলসান ঝা, দীপেশ কান্ডেল, বিপিন রাওয়াল (উইকেটরক্ষক), বিশাল বিক্রম কেসি, সুভাষ ভান্ডারি, আকাশ চাঁদ, দীপক বোহরা, হেমন্ত ধামি, দীপক দুমরে।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: জামশিদ জাদরান, ওয়াফিউল্লাহ তারাখিল, আকরাম মহম্মদজাই, নুমান শাহ (উইকেটরক্ষক), রহিমুল্লাহ জুরমাতি, মহম্মদ ইউনুস জাদরান, নাসির খান মারুফখিল (অধিনায়ক), ওয়াহিদুল্লাহ জাদরান, খালেদ আহমেদ, বশির আহমেদ, সোহিল খান জুরমাতাই।

দেখুন ম্যাচ