5 Year Old Effortlessly Operates JCB: ক্লাস ওয়ানে পড়া বাচ্চা চালাচ্ছে JCB, ভিডিয়ো শেয়ার করে বাহবা বীরেন্দ্র সেওয়াগের
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag) টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ততে মাত্র ৫ বছরর একটি বাচ্চা ছেলেকে জেসিবি (JCB) চালাতে দেখা যাচ্ছে। আর ওই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। ভিডিয়োটি কবেকার তা জানা যায়নি। তবে ভিডিয়োতে পাঁচ বছরের রাজেশকে (Rajesh) ভারী মেশিনটি চালাতে দেখা যাচ্ছে। মেশিনের সাহায্যে সে অনায়াসে বালি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag) টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ততে মাত্র ৫ বছরর একটি বাচ্চা ছেলেকে জেসিবি (JCB) চালাতে দেখা যাচ্ছে। আর ওই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। ভিডিয়োটি কবেকার তা জানা যায়নি। তবে ভিডিয়োতে পাঁচ বছরের রাজেশকে (Rajesh) ভারী মেশিনটি চালাতে দেখা যাচ্ছে। মেশিনের সাহায্যে সে অনায়াসে বালি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে।
ভিডিয়োটি শেয়ার করে সেওয়াগ লিখেছেন, ''আপনারা অনেক সময়ই জেসিবির খোড়াখুড়ি দেখে হয়তো দাঁড়িয়ে পড়েছেন। ভিড় জমিয়েছেন। কিন্তু এর থেকে দারুণ কিছু আজ পর্যন্ত দেখেননি হয়তো। তবে আমি কোনও বাচ্চাকে এমনটা করে দেখাতে বলব না। এই বাচ্চাটির প্রশংসা না করে পারছি না।' আরও পড়ুন: ICC T20 World Cup 2020 Latest Update: জুলাই মাসে ভাগ্য নির্ধারণ হতে পারে টি-২০ বিশ্বকাপের
ভিডিয়োটি দেখে নেটিজেনদের অনেকেই মুগ্ধ হয়েছেন। অনেকে আবার কোনও বাচ্চার পক্ষে এই জাতীয় ভারী যন্ত্রপাতি চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিয়ো শেয়ার করার জন্য অনেকে আবার প্রাক্তন ক্রিকেটারের সমালোচনা করেছেন।