Brazil vs South Korea FIFA Football World Cup 2022 Live Streaming: ফিফা বিশ্বকাপে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন নেইমারদের খেলা

Brazil.(Photo credit: Getty Images)

আরও একটা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনাল জায়গা করতে নামছে ব্রাজিল (Brazil)। প্রি কোয়ার্টার ফাইনালে তিতের দলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া (South Korea)। যে কোরিয়া গ্রুপের শেষ ম্যাচে রোনাল্ডোর পর্তুগালকে নাটকীয় কায়দায় হারিয়ে নক আউটে উঠেছে। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের একাদশে ফিরছেন নেইমার। নেইমার থেকে কাসিমারো, আলিসন বেকার থেকে রিচার্লিসনের মত মহাতারকা ফুটবলারে ঠাসা ব্রাজিল। পাঁচ-পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন। ব্রাজিলের সামনে কিছুই নয় কোরিয়ানরা। শুধু লড়াই আর জেদটা ছাড়া। যে লড়াই আর জেদে ভর করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে নক আউটে উঠেছে দক্ষিণ কোরিয়া।

রাসু আবু আবাউদ স্টেডিয়াম-৯৭৪ এ ডেভিড বনাম গোলিয়াথের লড়াইয়ে জেদ আর লড়াইটাই সম্বল কোরিয়দের। বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। তবে এর আগে চারটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। চার বারই জিতেছে ব্রাজিল। ব্রাজিল শিবিরের কাছে সুখবর চোট সারিয়ে ফিরছেন নেইমার। আরও পড়ুন-রেকর্ড অর্থে সৌদি আরবের ক্লাব আল নাসারে সই করছেন রোনাল্ডোর, চুক্তি আড়াই বছরের

সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপ লিগের প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন নেইমার। মাঝে সুইজারল্যান্ড ও ক্য়ামেরুন ম্যাচে খেলেননি নেইমার।

আসুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন--

কবে, কোথায় আয়োজিত হবে প্রি কোয়ার্টার ফাইনালে ফিফা বিশ্বকাপে ব্রাজিল (Brazil)-দক্ষিণ কোরিয়া (South Korea)ম্যাচ?

When, Where, and How to Watch Brazil vs South Korea Match Live?

আজ, মঙ্গলবার ৬ ডিসেম্বর রাতে দোহার স্টেডিয়ামে ৯৭৪-এ শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ।

কখন থেকে শুরু হবে ব্রাজিল (Brazil) বনাম দক্ষিণ কোরিয়া (South Korea) ম্যাচ?

ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে ম্যাচ।

টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?

ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮-১ চ্যানেলে। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে।

অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?

বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে জিও সিনেমা অ্যাপে চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে দেখা যাবে ম্যাচ ।

Brazil vs South Korea FIFA Football World Cup 2022 Match when where and how to watch live streaming and tv telecast with channel details online