Saina Nehwal: থাইল্যান্ড ওপেনের আগে ফের কোভিড পজিটিভ সাইনা নেহওয়াল
ফের করোনা আক্রান্ত ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল (Saina Nehwal) ও এইচএস প্রণয়। করোনাভাইরাসের কারণেই ২০২০-তে সেভাবে কোনও টুর্নামেন্ট হয়নি বিশ্বজুড়ে। এদিকে ২০২১ শুরু হয়েছে সবে। সামনেই আসছে থাইল্যান্ডে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। তার আগে এল এই দুঃসংবাদ। টুর্নামেন্টে যোগ দিতে দেশ ছাড়ছেন, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেছিলেন সাইনা। এমনকী ব্যাঙ্ককে পৌঁছানোর পর তৃতীয় বারের জন্য কোভিড টেস্ট সম্পূর্ণ হয়েছে, তা-ও জানান তিনি। স্বামী পারুপল্লি কাশ্যপ রয়েছেন সাইনার সঙ্গে।
ফের করোনা আক্রান্ত ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল (Saina Nehwal) ও এইচএস প্রণয়। করোনাভাইরাসের কারণেই ২০২০-তে সেভাবে কোনও টুর্নামেন্ট হয়নি বিশ্বজুড়ে। এদিকে ২০২১ শুরু হয়েছে সবে। সামনেই আসছে থাইল্যান্ডে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। তার আগে এল এই দুঃসংবাদ। টুর্নামেন্টে যোগ দিতে দেশ ছাড়ছেন, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেছিলেন সাইনা। এমনকী ব্যাঙ্ককে পৌঁছানোর পর তৃতীয় বারের জন্য কোভিড টেস্ট সম্পূর্ণ হয়েছে, তা-ও জানান তিনি। স্বামী পারুপল্লি কাশ্যপ রয়েছেন সাইনার সঙ্গে। তাই স্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় তাঁকেও হাসপাতালের কোয়ারেন্টাইেন রাখা হয়েছে। কারণ তাঁর করোনা রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি। আরও পড়ুন-Coronavirus Cases In India: ফের কমল দৈনিক সংক্রমণ, আজ পুনে থেকে ভারতের বিভিন্ন শহরে পৌঁছাচ্ছে কোভিশিল্ড
বলা বাহুল্য, গত ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন এই দম্পতি। এদিকে ব্যাঙ্কক পৌঁছানোর পর সাইনা ও তাঁর সহ-খেলোয়াড় এইচএস প্রণয়ের তৃতীয় কোভিড টেস্ট সম্পন্ন হল। সাইনার কোভিড পজিটিভের খবরে একটা বিষয় স্পষ্ট যে আগামী কয়েক সপ্তাহের জন্য টুর্নামেন্টের বাইরে থাকতে হবে তাঁকে। করোনার প্রকোপের পর বিশ্বজুড়ে এই প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট হতে চলেছে।