BabarAzam: পাকিস্তানের টি-২০ লিগে ৬০ বলে সেঞ্চুরি বাবর আজমের
পাকিস্তানের সুপার লিগ ২০-তে বিস্ফোরক ইনিংস অধিনায়ক বাবর আজমের। বুধবার রাওয়ালপিন্ডিতে পেশওয়ার জালমির হয়ে ওপেন করতে নেমে অধিনায়ক বাবর আজম মাত্র ৬০ বলে সেঞ্চুরি করলেন।
পাকিস্তানের সুপার লিগ ২০ (PSL 2023 -য়ে বিস্ফোরক ইনিংস অধিনায়ক বাবর আজমের (Babar Azam)। বুধবার রাওয়ালপিন্ডিতে পেশওয়ার জালমির হয়ে ওপেন করতে নেমে অধিনায়ক বাবর আজম মাত্র ৬০ বলে সেঞ্চুরি করলেন। টি-২০ ক্রিকেটে বাবরের এটি অষ্টম সেঞ্চুরি। ক্রিস গেইল ছাড়া টি-২০ ক্রিকেটে আর কারো এতগুলো সেঞ্চুরি নেই। কুয়েটা গ্ল্যাডিয়ার্টসের তারকা বোলার নাসিম শাহ, ডেউইন প্রিটোরিয়াস, মহম্মদ হাফিজ-দের বিরুদ্ধে দারুণ খেললেন বাবর। বাবরের ৬৫ বলে ১১১৫ রানের অপরাজিত ইনিংস সাজানো থাকল ১৫টি বাউন্ডারি, ৩টি বাউন্ডারি দিয়ে।
ইনিংসের শেষ ওভারে রান আউট হন বাবর। বাবরের বিধ্বংসী ১১৫ রানের ইনিংসের সৌজন্যে প্রথমে ব্যাট করে পেশোয়ার নির্ধারিত ২০ ওভারে করে ২ উইকেটে ২৪০ রান।টসে জিতে ব্যাট করতে নেমে কুয়েটা গ্ল্যাডিয়েটার্সের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বাবর। আরও পড়ুন-মহিলাদের নিজের যৌনাঙ্গ দেখিয়ে বিপাকে তারকা ফুটবলার
দেখুন বাবরের সেঞ্চুরির ভিডিয়ো
ওপেনিং জুটিতে সাইম আয়ুবকে নিয়ে মাত্র ৭৯ বলে ১৬১ রানের পার্টনারশিপ করেন বাবর। প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-২০-তে বাবর আজমের দুটি সেঞ্চুরি আছে।