Gabba Test: অস্ট্রেলিয়ার দুর্ভেদ্য দুর্গ গাব্বায় কাঁটা শুধু ভারতই

চলতি অ্যাসেজে ইংল্যান্ডকে কার্যতকে উড়িয়ে দিয়ে গাব্বায় (Gabba) জয় ছিনিয়ে নিয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। শেষ কয়েক বছরে গাব্বায় অস্ট্রেলিয়া (Australia) যেভাবে বিশ্বের সব টেস্ট খেলিয়ে টিমের বিরুদ্ধে গাব্বায় পারফরম্যান্স করেছে তা অককখায় অবিশ্বাস্য।

India vs Australia (Photo Credits: Twitter)

ব্রিসবেন,১২ ডিসেম্বর: চলতি অ্যাসেজে ইংল্যান্ডকে কার্যতকে উড়িয়ে দিয়ে গাব্বায় (Gabba) জয় ছিনিয়ে নিয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। শেষ কয়েক বছরে গাব্বায় অস্ট্রেলিয়া (Australia) যেভাবে বিশ্বের সব টেস্ট খেলিয়ে টিমের বিরুদ্ধে গাব্বায় পারফরম্যান্স করেছে তা অককখায় অবিশ্বাস্য। কিন্তু এই গাব্বায় অস্ট্রেলিয়ার একমাত্র কাঁটা ভারত।

টিম ইন্ডিয়া (Team India) কার্যত বি টিম নিয়ে অস্ট্রেলিয়ারে গাব্বায় হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিল। সেই ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ে অস্ট্রেলিয়াকে অনেক ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো অবস্থা হতে দেখা গিয়েছিল। আর ভারত জিতেছিল বুক চিতিয়ে। এবার এক নজরে দেখে নেওয়া যাক গাব্বায় অস্ট্রেলিয়ার রেকর্ডে ভারত কীভাবে কাঁটা হয়ে গেঁথে আছে! আরও পড়ুন : Virat Kohli: শুরু ‘রোহিত যুগ’, ওয়ান ডে-তে বিরাট কোহলির রেকর্ডগুলো দেখুন

একনজরে দেখে নিন গাব্বায় অজিদের 'অপরাজিত' পরিসংখ্যান -

১) ইংল্যান্ডের বিরুদ্ধে ৯*

২) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮*

৩) পাকিস্তানের বিরুদ্ধে ৬*

৪) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫*

৫) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪*

৬) শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩*

৭) ভারতের বিরুদ্ধে ০

প্রসঙ্গত, গাব্বায় (Gabba) ইংল্যান্ড (England)-কে ৯ উইকেটে হারিয়ে পাঁচ টেস্টের অ্যাসেজ সিরিজে ১-০ এগিয়ে গেল প্যাট কামিন্সের (Pat Cummins) দল। যেভাবে গাব্বায় জিতল ক্যাঙারু ব্রিগেড তাতে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এখন থেকেই বলতে শুরু করেছেন এবারের অ্যাসেজ ৫-০ হলেও অবাক হওয়ার থাকবে না।

আগামী বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে হবে এবারের অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ হবে দিন রাতের টেস্ট। অন্যদিকে, মালানকে আউট করে টেস্ট ক্রিকেটে তাঁর ৪০০তম উইকেটটি দখল করেন অজি স্পিনার ন্যাথান লিঁয় (Nathan Lyon)। গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নের পর তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০তম ক্লাবে ঢুকলেন লিঁয়।