India Women's Cricket Team: দ্বিতীয় টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতীয় মহিলা দলের

ভাল বল করেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্ট সিরিজে দ্বিতীয় ম্যাচে হারল ভারতীয় মহিলা দল। সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। ফলে আজকের ম্যাচে হরমনপ্রীত কউরের দল হারায় তিন ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে পড়ল।

Harmanpreet Kaur(Image: ICC)

গোল্ডকোস্ট, ৯ অক্টোবর:  ভাল বোলিং করেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্ট সিরিজে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে হারল ভারতীয় মহিলা দল (Indian Women's Cricket Team)। সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। ফলে আজকের ম্যাচে হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) দল হারায় তিন ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে পড়ল।

অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টের কাররারাতে আয়োজিত এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা দল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। একটা সময় ৬১ রানে ৭ উইকেট হারায় হরমনপ্রীতরা। স্মৃতি মন্ধনা (১), শেফালি ভর্মা (৩), জেমাইমা রডগিরেজ (৭)-রা ব্যর্থ হন। তবে কিছুটা লড়েন অধিনায়িকা হরমনপ্রীত কউর (২৮)। শেষের দিকে পূজা ভারত্রাকর অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলে দলের রানে ১১৮ রানে নিয়ে যান। আরও পড়ুন: এবার শোয়েব মালিককে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরাল পাকিস্তান

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার মহিলা দলও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ৭১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল অজি প্রমিলা দলের। সেখান থেকে তাহিলা ম্যাগ্রা ৩৩ বলের ৪২ রানের অনবদ্য ইনিংস খেলে পাঁচ বল বাকি থাকতে দলকে জিতিয়ে আনেন। শেষ অবধি অজিরা জেতেন ৪ উইকেট। সিরিজের শেষ ম্যাচ, রবিবার।