IPL Auction 2025 Live

Afganisthan Beat Bangladesh In ICC T20 World Cup: টি২০ বিশ্বকাপে ইতিহাস আফগানিস্তানের,শেষ ল্যাপে নবীনের জোড়া ধাক্কায় স্বপ্নভঙ্গ মার্শদের

ইতিহাস তৈরি করে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে প্রবেশ করল আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল । আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করার পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান।

ইতিহাস  তৈরি করে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে প্রবেশ করল আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল । আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করার পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। মঙ্গলবার সুপার এইটের ম্যাচে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে ৮ রানে জয় পেয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে রহমানুল্লাহ গুরবাজের ৪৩ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে আফগানিস্তান। জবাবে বাংলাদেশ দল ১৭.৫ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায়।

আফগানিস্তানের হয়ে অধিনায়ক রশিদ খান ৪ ওভারে ২৩ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন। শেষ বেলায় ঝটকা দিয়ে নবীন-উল-হক নেন ৪ উইকেট। রশিদদের জয়ে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সেমিফাইনাল থেকে ছিটকে গেল। গ্রুপ ১ থেকে আফগানিস্তান ও ভারত সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল।  সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান অন্যদিকে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।