Illia Golem Yefimchyk: মাত্র ৩৬ বছরে বয়সে প্রয়াত দুনিয়ার সেরা বডি বিল্ডার ইলিয়া ইয়েফিমচিক, হার্ট অ্যাটাকে মৃত্য়ু ৩৪৯ পাউন্ডের বডি বিল্ডারের
দুনিয়ার সেরা বডি বিল্ডার হিসেবেই তাঁকে চিনত দুনিয়া। বেলারুশের সেই দুনিয়া খ্যাত বডি-বিল্ডার ইলিয়া গোলেম ইয়েফিমচিক ( Illia Golem Yefimchyk) মাত্র ৩৬ বছর বয়েসে প্রয়াত হলেন।
দুনিয়ার সেরা বডি বিল্ডার হিসেবেই তাঁকে চিনত দুনিয়া। বেলারুশের সেই দুনিয়া খ্যাত বডি-বিল্ডার ইলিয়া গোলেম ইয়েফিমচিক ( Illia Golem Yefimchyk) মাত্র ৩৬ বছর বয়েসে প্রয়াত হলেন। গত ৬ সেপ্টেম্বর তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল। তারপর তিনি কোমায় চলে গিয়েছিলেন। ডাক্তাররা কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন তাঁকে। কিন্তু তাঁর শরীর ক্রমশ খারাপ হতে শুরু করে মস্তিষ্ক বিকল হয়ে পড়ে।
তাঁর বুকের মাপ ছিল ৬১ ইঞ্চি, বাইসেপেস ২৫ ইঞ্চি। ওজন ছিল ৩৪০ পাউন্ড বা ১৫৪ কেজি। ইনস্টাগ্রামে অত্যন্ত জনপ্রিয় বেলারুশের এই বডি বিল্ডার প্রতি দিন ১৬ হাজার ক্যালোরির কঠোর ডায়েটে ছিলেন। শরীর চর্চার জন্য জীবন বাজি রাখতে পারেন বলে দাবি করা দুনিয়া খ্যাত এই বডি বিল্ডার ৬০০ পাউন্ড বেঞ্চ স্পেস ও ৭০০ পাউন্ড স্কোয়াটস করতে পারতেন। তাঁর শরীর চর্চার রুটিন ও পরিশ্রম থেকে দুনিয়া জুড়ে অসংখ্য ভক্ত আছে।
প্রয়াত দুনিয়ার সেরা বডি-বিল্ডার
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)