White House Won’t Pay For Staffers’ Twitter Blue Verification: টুইটারের ব্লু ভেরিফিকেশনের জন্য চার্জ দেবে না হোয়াইট হাউজ
হোয়াইট হাউস ছাড়াও আরও অনেকে এই নতুন সাবসক্রিপশন চার্জ দেবেন না বলে জানিয়েছেন
টুইটারের ব্লু টিক ভেরিফিকেশনে সাবসক্রাইব করবে না হোয়াইট হাউজ। শুক্রবার একটি মেল মারফৎ সমস্ত কর্মচারীদের জানিয়ে দেওয়া হয়েছে যে হোয়াইট হাউজের পক্ষ থেকে ব্লুটিক সাবসক্রাইবের জন্য কোন পয়সা েওয়া হবে না। যদি কোন কর্মচারী ব্লু টিক দিতে চান তাহলে তিনি তা নিজের পকেট থেকে খরচা করতে হবে বলে জানা গেছে।
শনিবার থেকে ব্লুটিক নিয়ে নতুন নিয়ম চালু করেছে টুইটার। নতুন নিয়মে মাসে ৮ ডলার করে সাবসক্রিপশন চার্জ লাগবে ব্লুটিক ভেরিফাইড হওয়ার ক্ষেত্রে। নতুন এই নিয়ম অনেকেই নারাজ। শুধু হোয়াইট হাইজ নয় এর পাশাপাশি নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং লস এঞ্জেল্স টাইমের পক্ষ থেকেও টুইটারের ব্লু টক ভেরিভিকেশনের জন্য মাসিক চার্জ দেবে না বলে জানিয়েছে। এছাড়া, এনবিএ সুপারস্টার লেবরন জেমস, বাউল উইনিং এনএফ এল কোয়াটার ব্যাক প্যাট্রিক মাহোমসের তরফেও একই কথা জানানো হয়েছে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)