Ukraine: ইউক্রেনকে ৩২৫ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য ঘোষনা আমেরিকার

মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাঙ্কের তরফে ২০০ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য ঘোষনা করা হয়

Photo Credit ANI

রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার নতুন মোড়। যুদ্ধবিধস্ত ইউক্রেনকে অক্সিজেন যোগাতে এবার ৩২৫ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য ঘোষণা করল আমেরিকা। যার মধ্যে রয়েছে বিভিন্ন আর্টিলারি রকেট সহ আরও বেশ কিছু অস্ত্রশস্ত্র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ইন্টারন্যাশন্যাল মনিটরি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ককে আহব্বান জানিয়েছিলেন যে, রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কের সম্পত্তিগুলিকে যাতে বাজেয়াপ্ত করা হয় এবং তার পরিবর্তে সেই অর্থ দিয়ে যাতে ইউক্রেন গড়তে সাহায্য করা হয়।

বুধবার ওয়ার্ল্ড ব্যাঙ্ক ও ইন্টার ন্যাশন্যাল মনিটরি ফান্ডের সঙ্গে বৈঠকেও বসেন জেলেনস্কি। যদিও ওয়ার্ল্ড ব্যাঙ্কের তরফ থেকে ইউক্রেনকে এনার্জির পরিকাঠামোকে নতুনভাবে তৈরি করার ক্ষেত্রে ২০০ মিনিয়ন ডলারের আর্থিক সাহায্য ঘোষাণা করেছে।