Ukraine-Russia War: রাশিয়া, ইউক্রেনের যুদ্ধ থামাতে ভারতকে মধ্যস্থতাকারী হিসেবে চাইছেন পুতিন

Vladimir Putin, Narendra Modi.jpg (Photo Credit: Twitter)

ইউক্রেন (Ukraine), রাশিয়ার (Russia) যুদ্ধে এবার মধ্যস্থতাকারী হিসেবে ভারতকে (India)  চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ভারতের পাশাপাশি চিন (China) এবং ব্রাজিলকেও মধ্যস্থতাকারী হিসেবে পুতিন দেখতে চাইছেন বলে খবর। পুতিন বলেন, যুদ্ধ শুরুর এক সপ্তাহের মধ্যে তুর্কীর ইস্তানবুলে যে মধ্যস্থতাকারীরা ছিলেন, তাঁদের কাছে একটি প্রাথমিক শর্ত পৌঁছে যায়। যেখানে রুশ এবং ইউক্রেনীয় প্রতিনিধিরা হাজির ছিলেন। যদিও আজ পর্যন্ত এখনও পর্যন্ত সেই শর্তের বাস্তবায়ন হয়নি বলে জানান পুতিন। ফলে এবার ইউক্রেন, রাশিয়ার যুদ্ধ থামাতে ভারত, চিন এবং ব্রাজিলকে মধ্যস্থতাকারী হিসেবে পুতিন চাইছেন বলে খবর প্রকাশ করা হয় একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে।

ইউক্রেন, রাশিয়ার যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে ভারতকে চাইছেন পুতিন...