Ukraine Conflict: রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলা, স্লোভিয়ান্সে মৃত্যু সংখ্যা বেড়ে ১১

সম্প্রতি সাধারন নাগরিকদের সেনাতে অর্ন্তভুক্তির জন্য একটি বিলে সই করেছেন পুতিন

Missile (Photo Credit: Twitter)

ইউক্রেনের স্লোভিয়ান্সকে রাশিয়ান মিসাইল হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ১১। শুক্রবার পূর্ব ইউক্রেনের স্লোভিয়ান্সকে আবাসিক এলাকায় আছড়ে পড়ে রাশিয়ার একটি মিসাইল।

ধ্বংসস্তুপ থেকে মৃতদেহর পাশাপাশি ২ বছরের একটি বাচ্চাকেও উদ্ধার করা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তার। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন সাধারন নাগরিকদের সেনাবাহিনীতে যোগদানের বিষয়ে বিলে সই করার পর পরই এই হামলা ঘটে স্লোভিয়ান্সে। নতুন এই নিয়মে বাইরের কোন দেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে রাশিয়ান নাগরিকদদের । এছাড়া ইলেকট্রনিক পেপারে আদেশ পাওয়া মাত্রই দফতরে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে এই নতুন আদেশে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারী শুরু হওয়া এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তবুও যুদ্ধ থামার কোন নামই নেই। বিশ্বের বিভিন্ন দেশের তরফে আর্জি জানানো হলেও, তাতে কাজ হয়নি কোনভাবেই।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)