3 Cartoonists Dragged From Homes: মহম্মদকে অপমানের অভিযোগ, ৩ কার্টুনিস্টকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে মারধরের ভিডিয়ো ভাইরাল
তুর্কীতে (Turkey) ৩ কার্টুনিস্টকে (Cartoonists) বাড়ি থেকে টেনে বের করে নিয়ে আসা হয়। মারধরের পর তাঁদের আটক করা হয়। লমান ম্যাগাজ়িনের ওই ৩ কার্টুনিস্টকে আটক করে তুর্কীর পুলিশ। নবী মুসা এবং মহম্মদের করমর্দনের ব্যাঙ্গাত্মক কার্টন আঁকার অভিযোগেই লেমান ম্যাগাজ়িনের ৩ কার্টুনিস্টকে আটক করে তুর্কীর পুলিশ। তুর্কীর আভ্যন্তরীণ মন্ত্রী বলেন, যে ছবি জন্য ওই ৩ কার্টুনিস্টকে গ্রেফতার করা হয়, তা অসম্মানজনক। এরপরই ওই ৩ কার্টুন শিল্পীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। এরপরই লেমান ম্যাগাজ়িন কর্তৃপক্ষের তরফে মুখ খোলা হয়। লেমান ম্যাগাজ়িন কর্তৃপক্ষের তরফে জানানো হয়, যে ছবির জন্য ভুল বোঝাবুঝি হয়েছে, তার উদ্দেশ্য কখনওই মহম্মদকে অসম্মানের জন্য ছিল না। ভুল বোঝাবুঝির জন্যই ওই ধরনের ঘটনা ঘটে গিয়েছে বলে দাবি করা হয় লেমান ম্যাগাজ়িনের তরফে।
দেখুন তুর্কী থেকে কীভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে ৩ কার্টুনিস্টকে...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)