Syria Video: সিরিয়া ছেড়ে পালানোর আগে গোটা শহরে বিস্ফোরক বিছিয়ে রাখে আসাদ বাহিনী, দেখুন

Bashar Al-Assad (Photo Credit: Wikipedia)

আলেপ্পো শহর ঘনিষ্ঠ আল-বাব শহরের উপকণ্ঠে দেখা গেল এক অদ্ভুদ ছবি। সিরিয়ার (Syria) আল-বাব শহরের উপকণ্ঠে এক সিরীয় তরুণকে দেখা গেল মাইন সরাতে। মাটি খুঁড়ে আল-বাব শহর থেকে মাইন সরাতে দেখা যায় ওই তরুণকে। ওই সিরীয় তরুণ যখন মাইন অপসারণের কাজ করছিলেন, তার রেকর্ডিং করেন কেউ। পরে সেই ভিডিয়োও ভাইরাল হয়ে যায়। সিরিয়া ছেড়ে বাশার আল-আসাদ (Bashar Al-Assad) পালানোর পর দেখা যায়, আলেপ্পোর আল-বাব শহরের কাছে মাইন বিছানো রয়েছে। আসাদ বাহিনী অত্যন্ত সুনিপুণভাবে যে মাইন পাতিয়ে রেখে যায় আল-বাব শহরে, এলার সেটিই সরাতে দেখা যায় সিরিয়ার ওই তরুণকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে প্রায় গোটা বিশ্ব জুড়ে হইচই শুরু হয়ে যায়। প্রসঙ্গত বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। বর্তমানে রাশিয়ার কোনও শহরে পুতিনের অতিথি হিসেবে রয়েছেন। সিরিয়া যখন বিদ্রোহীদের দখলে চলে যায়, সেই সময় স্বপরিবারে রাশিয়ায় চলে যান বাশার আল-আসাদ।

আরও পড়ুন: Syria: আসাদ পালাতেই সিরিয়ায় হামলা তুরস্কের, বিদ্যুৎ, জলের লাইন কাটায় হাহাকার সাধারণ মানুষের

দেখুন  আব-বাব শহরে কীভাবে মাইন পাতিয়ে রেখে যায় আসাদ বাহিনী...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)