Syria: জ্বলছে মধ্যপ্রাচ্য; বিদ্রোহীদের দাপাদাপি সিরিয়ায়, বাশার আল-আসাদের বাবার সমাধি জ্বালিয়ে দেওয়া হল, দেখুন ভিডিয়ো

Hafez al-Assad's tomb was set on fire in Qardaha (Photo Credit: X)

সিরিয়া (Syria) থেকে পালিয়ে রাশিয়ায় (Russia) আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ (Bashar Al-Assad)। বাশার দেশ ছড়তেই দামাস্কাস (Damascus) বিদ্রোহীদের দখলে চলে যায়। আসাদের দেশ ছাড়ার পর সিরিয়ায় হামলা শুরু করেছে ইজরায়েল। সিরিয়ায় যাতে হামাস, হেজবুল্লার মত জঙ্গি সংগঠন কোনওভাবে ঘাঁটি গড়তে না পারে, তার জন্য ইজরায়েল হামলা করছে বলে দাবি করা হয় নেতানিয়াহুর তরফে। এসবের মাঝে এবার একটি ভিডিয়ো সামনে এল, যা দেখে বিরক্তি প্রকাশ করা হয় প্রায় গোটা বিশ্বর মানুষের তরফে। বাশার দেশ ছাড়ার পর সিরিয়ার খারধারায় আসাদের বাবা হাফিস আল-আসাদের যে সমাধি ছিল, বিদ্রোহীরা তা জ্বালিয়ে দিয়েছে। খারদাহায় হাফিজ আল-আসাদের সমাধি দাউ দাউ করে জ্বলতে দেখে, তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। সিরিয়া বিদ্রোহীদের হাতে যাওয়ার পর খারদাহায় হাফিজ আল-আসাদের সমাধিক্ষেত্র জ্বলতে দেখে, তা নিয়ে চিন্তা প্রকাশ করেন বহু মানুষ।

আরও পড়ুন: Israel Attacks Syria: হুড়মুড়িয়ে ভাঙছে বাড়িঘর; সিরিয়ার মানচিত্র বদলে দিচ্ছে ইজরায়েল, ২ দিনে ৪৮০বার হামলা নেতানিয়াহু সেনার, দেখুন ভিডিয়ো

আসাদের বাবা হাফিজ আল-আসাদের সমাধিক্ষেত্র জ্বালিয়ে দিল বিদ্রোহীরা...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now