Nurses Banned After Their Threat To Kill Israeli Patients: বিশ্ব জুড়ে ছড়াচ্ছে ঘৃণা, 'তোমরা জাহান্নমে যাও', ইজরায়েলি রোগীকে হুমকি দিয়ে বিনা চিকিৎসায় ফেরাল ২ নার্স, কড়া পদক্ষেপ
'তোমরা জাহান্নমে যাও'। এভাবেই ইজরায়েলি (Israel) রোগীকে (Patient) প্রথমে গালিগালাজ এবং পরে হুমকি দেওয়া হল। এমনকী ইজরায়েলি রোগীকে গলা চিরে খুন করা হবে বলেও ভয়দেখানো হয়। অস্ট্রেলিয়ার (Australia) সিডনির একটি হাসপাতালে ইজরায়েলি রোগীকে এভাবেই হুমকি দেয় রাশেদ নাদির এবং সারা আবু লেবডে নামের দুই নার্স। ইজরায়েলি রোগীর চিকিৎসা করা হবে না বলে রাশেদ নাদির এবং সারা আবু নামের দুই নার্স অকথ্য ভাষায় তাঁকে গালিগালাজা করে। এরপর তাঁকে খুন করা হবে বলে দেওয়া হয় হুমকি। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে সিডনির সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকী চিকিৎসা ব্যবস্থায় ওই ২ জনের কোনও জায়গা নেই বলেও অস্ট্রেলিয়ার ওই হাসপাতাল ক্রতৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়।
দেখুন সেই ভিডিয়ো, যেখানে ইজরায়েলি রোগীকে হুমকি দেওয়া হয়...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)