Shanghai: দু মাসের কঠোর লকডাউনে সাংহাই এখন যেন ভূতের শহর

করোনার ঢেউ আছড়ে পড়ার পর গোটা চিন থেকে সাংহাইকে বিছিন্ন করা দেওয়া হয়। চিন সরকারের কঠোর কোভিড নীতির কারণে সাংহাই শহরবাসীকে কার্যত তালাবন্দি করে রাখা হয়েছে।

Shanghai. (Photo Credits: Twitter)

করোনার ঢেউ আছড়ে পড়ার পর গোটা চিন থেকে সাংহাইকে বিছিন্ন করা দেওয়া হয়। চিন সরকারের কঠোর কোভিড নীতির কারণে সাংহাই শহরবাসীকে কার্যত তালাবন্দি করে রাখা হয়েছে। চিনের বানিজিক প্রাণকেন্দ্র সাংহাই শহরে লকডাউন এতটাই কঠোর রাখা হয়েছে, যে মানুষের বাইরে বের হওয়ার উপায় নেই। দোকান-বাজার, শপিং মল দিনের কিছু সময় বাদ দিলে পুরো বন্ধ। সন্ধ্যা থেকেই রাস্তার সব আলো নিভিয়ে দেওয়া হয়।

এমনও অভিযোগ আবাসনের মানুষ যাতে কিছুতেই বাইরে বের হতে না পারে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বাইরে থেকে তালাও ঝুলিয়ে দেওয়া হয়। এভাবেই প্রায় দু মাস কাটতে চলল সাংহাইবাসীর। সাংহাই এখন কার্যত ভূতের শহরে পরিণত। সাংহাইয়ের মানুষের অভিযোগ, দেশের রাজধানী বেজিংকে বাঁচাতে তাদের ওপর কার্যত জোর করে অমানবিক লকডাউন চাপিয়ে দেওয়া হচ্ছে। আরও পড়ুন: Monkeypox: সংক্রমণ কমলেও মাঙ্কিপক্স কখনই নির্মূল করা যাবে না: রিপোর্ট

দেখুন সাংহাই শহর এখন কেমন

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)