Russia-Ukraine War: বরোডিয়াঙ্কায় রাশিয়ার 'গণহত্যা', ইউক্রেনের শহরে রাষ্ট্রসংঘের প্রতিনিধি

Russia-Ukraine War (Photo Credit: Twitter)

বরোডিয়াঙ্কার (Borodianka ) পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গেলেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিয়ো গারেটস। কিভের অনতিদূরে বরোডিয়াঙ্কায়  রুশে সেনা নীরিহ ইউক্রেনীয়দের হত্যা করেছে বলে অভিযোগ। যা নিয়ে গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। বরোডিয়াঙ্কার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সেখানে যান রাষ্ট্রসংঘের প্রতিনিধি। বরোডিয়াঙ্কা থেকে বুচা শহরেও যেতে পারেন গারেটস। প্রসঙ্গত বুচায় ৪০০-রও বেশি মৃতদেহ উদ্ধার করা হয় বলে খবর। বুচা শহরে রুশ সেনা 'গণহত্যা' চালিয়েছে বলে অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বরোডিয়াঙ্কা থেকে রাষ্ট্রসংঘের প্রতিনিধি আজ বুচা শহরেও যেতে পারেন এবং ইউক্রেনেরে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে খবর।