Palestinian : গাজায় যুদ্ধবিরতির আহব্বান প্যালেস্তাইন প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে সাক্ষাতের পর যুদ্ধবিরতির আহব্বান জানান প্যালেস্তাইন প্রেসিডেন্ট মেহমুদ আব্বাস

Israel Palestine Conflict (Photo Credits: ANI)

ইজরায়েল হামাস যুদ্ধে গাজায় যুদ্দবিরতির আহব্বান জানালেন প্যালেস্তাইন প্রধানমন্ত্রী মেহমুদ আব্বাস। এর পাশাপাশি মানবিক সাহায্যের জন্য স্থায়ীভাবে করিডর খোলার জন্য আহব্বান জানিয়েছেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে আলোচনার মধ্যে এই বিবৃতি দেন তিনি। দুপক্ষের ক্ষেত্রেই হতাহতদের নিন্দা করেন এবং পণবন্দিদের মুক্তি দেওয়ার আহব্বান জানান তিনি।

ম্যাক্রনও পণবন্দিদের মুক্তির বিষয়ে নিজের বক্তব্য দেন, নজন ফ্রান্সের নাগরিক এই মূহূর্তে পণবন্দি হয়ে রয়েছে হামাসের কাছে। ৭ অক্টোবর হামাসের অতর্কিতে আক্রমনের জেরে ইজরায়েলের ১৪০০ নাগরিক নিহত হন এর পাশাপাশি পাল্টা ইজরায়েলের বিমান হামলার জেরে এখও পর্যন্ত মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

হামাসের কাছে এখনও ২০০ থেকে ২৫০ পণবন্দি রয়েছে বলে জানা গেছে। তাদেরকে ছাড়ানোর জন্য তৎপর রয়েছে আমেরিকা থেকে ফ্রান্সের মত দেশ। তবে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান করার জন্য ইজরায়েলের সেনা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক। রাজনৈতিক ব্যক্তিত্বের থেকে সবুজ সংকেত পাওয়ার পর স্থল অভিযান শুরু করা হবে বলে জানা গেছে।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now