Nepal: রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক ভারতের, নেপালের বাজারে ঘাটতি পেঁয়াজের
রপ্তানির ক্ষেত্রে ৪০ শতাংশ শুল্ক বৃদ্ধির জের, নেপালে ঘাটতি পেঁয়াজের
রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক চাপানোর জের। নেপালে পেঁয়াজের চাহিদা তুঙ্গে।বিষয়টির সঙ্গে জড়িত বিনয় শ্রেষ্ঠা নামের এক ব্যক্তি জানিয়েছেন, ৮০ টি ভেন্ডরের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হয়।তবে দুদিন ধরে পেঁয়াজ যোগান না থাকায় এখন ফাঁকা।যার ফলে পেঁয়াজের দামের তালিকাও উঠিয়ে নেওয়া হয়েছে।
বর্তমানে নেপালের কালিমাটি বাজারে পেঁয়াজের মূল্য দাঁড়িয়েছে ৬১ টাকা প্রতি কেজি।