Nepal: বেস ক্যাম্প থেকে প্রয়োজনীয় রসদ পাঠাতে গিয়ে নিঁখোজ ৩ শেরপা

পর্বতের মধ্যে ৫০ মিটার গভীরে পড়ে যায় ওই শেরপারা। উদ্ধারকার্য শুরু করা হয়েছে প্রশাসনের তরফে

মাউন্ট এভারেস্টে নিখোঁজ ৩ শেরপা। নেপাল পর্যটন বিভাগের তরফে এই খবর জানা গেছে। নিখোঁজ শেরপাদের উদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন।

বেস ক্যাম্প থেকে ক্যাম্প ১ এ প্রয়োজনীয় জিনিস পাঠানোর সময় নিখোঁজ হয়ে যায় তারা। তিনজন শেরপারা হলেন দি ছেইরি শেরপা, লাপকা টেন্ডি শেরপা, লাপকা রীতা শেরপা।

পর্বতের মধ্যে ৫০ মিটার গভীরে পড়ে যায় ওই শেরপারা। উদ্ধারকার্য শুরু করা হয়েছে প্রশাসনের তরফে।