Malta: ইউরোপ যাওয়ার পথে ৬০ পরিযায়ীকে উদ্ধার মাল্টা উপকূল বাহিনীর

২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে এখনও পর্যন্ত ২৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে এক দেশ থেকে আরেক দেশে পারাপারের সময়

Photo Credit IANS

লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ৬০ জন পরিযায়ীকে উদ্ধার করল মাল্টা উপকূল বাহিনী। মাল্টা কতৃপক্ষের তরফে এই তল্লাশির পর উদ্ধার করা হয় ৬০ জনকে। প্রচন্ড হাওয়াপ ফলে তাদের যাত্রায় ব্যঘাত ঘটার কারনে সমস্যায় পড়ে যাত্রীরা। যার জেরে মাঝ সমুদ্র থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় মাল্টাতে।

মাল্টার সশস্ত্র সেনার তরফে তাদের নিয়ে আসা হয় মারসাক্সলোকে।হাইপোথার্মিয়া থেকে বাঁচতে তাদেরকে কম্বল দেওয়া হয়।তাদেরকে সেখান থেকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। ধৃতরা কোন দেশের তা জানা যায়নি।

২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে এখনও পর্যন্ত  ২৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে এক দেশ থেকে আরেক দেশে পারাপারের সময়।ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটসের তরফে জানানো হয়েছে এই তথ্য।