Japan Earthquake: প্রবল কম্পনে দুলছে স্টেশন, দেখুন জাপানের ভয়াবহ ভিডিয়ো

Japan Earthquake (Photo Credit: Twitter)

বছরের প্রথম দিনে প্রবল কম্পনে  (Earthquake) কেঁপে ওঠে জাপান(Japan)। প্রথমে ৭.৬  মাত্রার প্রবল কম্পন অনুভূত হয় জাপানে। তারপর থেকে প্রায় ২০বার বিভিন্ন মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠতে শুরু করে এই দেশ। প্রবল কম্পনের জেরে জাপানে জারি করা হয় সুনামি সতর্কতা। জাপানে যখন প্রবল ভূকম্প অনুভূত হয়, সেই সময় দুলে উঠতে শুরু করে স্টেশন। প্রবল কম্পনে স্টেশনের আলো যেমন দুলে ওঠে,তেমনি কয়েক মুহূর্তের মধ্যে গোটা চত্ত্বর অন্ধকারে ঢেকে যায়। ফলে সেখানে হাজির প্রত্যেকে আতঙ্কে ভুগতে শুরু করেন।

আরও পড়ুন: Japan Earthquake: ভূমিকম্পের পর আছড়ে পড়ছে বিশালাকার ঢেউ, সুইমিং পুলের জল উঠছে ফুলে, শিউরে ওঠা ভিডিয়ো

দেখুন জাপানে প্রবল মাত্রার কম্পনে কী অবস্থা হয়...