Japan Earthquake: বছরের শুরুতে ১৫৫বার কাঁপল জাপান, মৃত প্রায় ৫০

Japan Earthqauake (Photo Credit: Twitter)

বছর শুরুর প্রথম দিনই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান (Japan)। ৭.৬মাত্রার কম্পনের জেরে জাপানে প্রবল ক্ষয়ক্ষতি হয়। প্রথমে ৭.৬ মাত্রার কম্পন অনুভূত হলেও, পরে ৬ এবং বিভিন্ন মাত্রার ভূমিকম্প অনুভূত হয় জাপানে (Japan)।  রিপোর্টে প্রকাশ, ২০২৪ সালের প্রথম দিন ১৫৫বার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। যার জেরে এখনও পর্যন্ত প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। ইশিকাওয়ার সুজু, ওয়াজিমা শহরে একাধিক বাড়িতে আগুন ধরে যায়। আগুনের গ্রাসে ভেঙে চুরমার হয়ে যায় ওই সব শহরের বাড়িঘর। যার জেরে গোটা দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: Japan Earthquake: প্রবল ভূমিকম্পে জাপানে মৃত ১২, দাউ দাউ করে জ্বলল বহু বাড়ি, আছড়ে পড়ল ৫ ফুটের ঢেউ

দেখুন ট্যুইট...