Iran Fired Sejjil Missile: গনগনে আগুনে ঢাকল আকাশ, ইরানের মোক্ষম দাওয়াই, ইজরায়েলের দিকে সেজিল ছুঁড়ছে তেহরান
ইরানের (Israel-Iran War) সঙ্গে ইজরায়েলের যুদ্ধ শুরু হয়েছে। যার জেরে সরগরম পশ্চিম এশিয়া। ইজরায়েলের হামলার পালটা জবাব দিতে শুরু করেছে ইরান জোর কদমে। এবার ইজরায়েলের দিকে সেজিল ব্যালিস্টিক মিসাইল (Sejjil Ballistic) ছুঁড়তে শুরু করেছে ইরান। এই প্রথম ইজরায়েলের দিকে সেজিল ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে শুরু করা হয় তেহরানের তরফে। যে মিসাইল ছুঁড়তেই তা আকাশে যেমন উড়ে যেতে শুরু করে, তেমনি তা কার্যত পাখির মত ডানা মেলে রংবেরংয়ের আলপনা আঁকতে শুরু করে আকাশে। সেজিল ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপনাস্ত্র ইরান ছুঁড়তে শুরু করলেই, সেই ছবি কার্যত ভাইরাল হতে শুরু করে। সেই সঙ্গে ওই ব্যালিস্টিক মিসাইলের ভিডিয়োও ছড়িয়ে পড়ে হু হু করে। শত্রুর উপর কীভাবে হামলা চালাতে হবে, তা নিজেই নির্ধারণ করে নেয় ইরানের এই ব্যালিস্টিক মিসাইল (Missile)। ফলে এই মিসাইল ছোঁড়া হলে, তা নির্দিষ্ট নিশানায় গিয়ে আঘাত করলে, তার ফলাফল কতটা মারাত্মক হতে পারে, তা নিয়ে প্রমাদ গুনছে পশ্চিম এশিয়া।
দেখুন সেজিল মিসাইল ছুঁড়ছে ইরান...
সেজিল মিসাইল ছোঁড়ার এই পদ্ধতিকে অপারেশন 'ট্রু প্রমিস থ্রি' নাম দিয়েছে ইরান। শত্রুকে কীভাবে নিশানা করে ধ্বংস করতে হবে, তা সেজিল মিসাইল নিজেই নির্ধারণ করে...
এই প্রথম ব্যালিস্টিক মিসাইলের এত শক্তিশালী রূপ ব্যবহার করে ইরান...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)