Israel-Hamas War : হামাস-ইজরায়েল যুদ্ধে সমস্যার সমাধানে মধ্যপ্রাচ্যের প্রধানদের সঙ্গে বৈঠক শুরু মার্কিন প্রতিনিধি অ্যান্টনি ব্লিংকেনের

প্যালেস্তাইনে ফাতাহ দলের প্রধান মেহমুদ আব্বাস এবং জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ সারেন অ্যান্টনি ব্লিংকেন

Antony Blinken (Photo: ANI)

হামাস ইজরায়েল দ্বন্ধের মধ্যেই এবার প্যালেস্তাইন অথোরিটির মেহমুদ আব্বাসের সঙ্গে দেখা করলেন ইউএস সেক্রেটারি স্টেট অ্যান্টনি বিল্নকেন।হামাসের হামলার সাত দিনের মাথায় জর্ডনে দুজনে সাক্ষাত সারেন। প্যালেস্তাইনে ফাতাহ দলের প্রধান হিসেবে রয়েছেন মেহমুদ আব্বাস যারা হামাসের অন্যতম বিরোধী বলে পরিচিত।

মেহমুদ আব্বাস তার বিবৃতিতে গাজায় মানবিক সাহায্য পাঠানোর জন্য করিডর করার আবেদন জানান। এছাডা় জর্ডনের রাজা আবদুল্লা দ্বিতীয়র পক্ষ থেকে গাজাতে মানবিক সাহায্য পাঠানোর পাশাপাশি যুদ্ধ বন্ধ করার আবেদনও করা হয়। এদিন জর্ডনের রাজার সঙ্গেও আলোচনায় বসেন অন্টনি ব্লিংকেন।

এই আলোচনার পাশাপাশি ব্লিংকেন কাতার, সৌদি আরব, ইজিপ্ট এবং সংযুক্ত আরব আমিরশাহীতেও যাওয়ার পরিকল্পনা নিয়েছেন। হামাসের সঙ্গে ইজরায়েলের এই যুদ্ধে ইজরায়েলের ওপর নিজেদের সমর্থনের কথা জানিয়েছে আমেরিকা। এর পাশাপাশি বিভিন্ন সমরাস্ত্র দিয়েও ইজরায়েলকে সাহায্যে দেওয়ার কথা জানিয়েছে তারা।