Indian Student Dies In Canada: হঠাৎ মৃত্যু তানিয়া ত্যাগির, ভারতীয় পড়ুয়াকে নিয়ে কানাডায় রহস্যের জাল

Tanya Tyagi (Photo Credit: X)

কানাডায় (Canada) মৃত্যু হল ভারতীয় পড়ুয়ার (Indian Students)। মৃতের নাম তানিয়া ত্যাগি (Tanya Tyagi Dies)। কানাডার (Canada) কালগারি বিশ্ববিদ্যালয়ে পাঠরত তানিয়া ত্যাগির মৃত্যু কীভাবে হল, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তানিয়া ত্যাগির মৃত্যু কীভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে তানিয়া পরিবারকে তদন্তের বিষয়ে সমস্ত ধরনের সাহায্য করা হবে বলেও জানানো হয় ভারতীয় কনস্যুলেটের তরফে। তবে কানাডার কালগারি বিশ্ববিদ্যালয়ের তরফে এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে তানিয়া ত্যাগির মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে বলেও মনে করছেন অনেকে। প্রসঙ্গত তানিয়া ত্যাগির আগে সুদীক্ষা কোঙ্কনির মৃত্য়ু ঘিরেও ছড়ায় জল্পনা। ডোমিনিকান রিপাবলিক থেকে হঠাৎ করেই সুদীক্ষা কোঙ্কনি উধাও হয়ে যান। তারপর থেকে আর সুদীক্ষার কোনও খোঁঝ মেলেনি। ফলে সুদীক্ষা কোঙ্কনি কোথায় গেলেন, তা নিয়ে যেমন হইচই শুরু হয়, তেমনি এবার তানিয়া ত্যাগির মৃত্যু ঘিরেও শুরু হয়েছে চাঞ্চল্য।

আরও পড়ুন: Indian Student Missing: হঠাৎ গায়েব সুদীক্ষা, ডমিনিকান সৈকত থেকে নিখোঁজ হওয়া ভারতীয় পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করা হোক, চাইছেন বাবা-মা

কীভাবে মৃত্যু হল তানিয়া ত্যাগির, তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement