Gaza : গাজায় হামাসের সঙ্গে স্থল অভিযানে নেমে মৃত্যু ৩১ সেনার
এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ সেনার
ইজরায়েল হামাসের যুদ্ধে ৩১ সেনার মৃত্যুর কথা জানাল ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রক। হামাসের ইজরায়েলের হামলার জেরে পাল্টা হামলা হিসেবে স্থলে অভিযান চালানোর কারণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৩১।
বুধবার ইয়াকোভ ওজেরি নামের এক সেনার মৃত্যুর খবর প্রকাশ করে। পাশাপাশি আরও ২ জন সেনার আহত হওয়ার খবর জানিয়েছে তারা। গাজা শহরে তারা ঢুকে পড়েছে এবং হামাসের সঙ্গে তারা লড়াই করছে বলে জানিয়েছে ইজরায়েল সেনার মুখপত্র।
সেনার পরক্ষ থেকে গাজা অধীবাসিদের দক্ষিণদিকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।যাতে সাধারণ মানুষের মৃত্যু ঠেকানো যায়।
সেনার তরফ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যেই ৮ লক্ষ মানুষকে দক্ষিণ গাজাতে স্থানান্তরিত করা হয়েছে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)