Giorgia Meloni-Emmanuel Macron's Video: জি৭ সম্মেলনের মাঝে মেলোনি-মারকনের গোপণ কথা, কানে কানে ইতালির প্রধানমন্ত্রীকে কী বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট, দেখুন ভাইরাল ভিডিয়ো

Italian PM Meloni, French Prez Emmanuel Macron (Photo Credit: ANI/Instagram)

জি ৭ সম্মেলন (G7 Summit ) শুরু হয়েছে কানাডায় (Canada)। ডি ৭ সম্মেলনের মাঝে এবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ( Italian PM Giorgia Meloni) এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মারকনের একটি ভিডিয়ো ভাইরাল হল। যেখানে ইতালির প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট (French Prez Emmanuel Macron) গোপণে কথা বলতে দেখা যায়। জি ৭ সম্মেলনের মাঝেই মেলোনি এবং মারকনকে দেখা যায় চুপি চুপি করে কথা বলতে।  জি ৭ সম্মেলনের টেবিলে যখন বিশ্বের তাবড় নেতারা একসঙ্গে বসে, সেই সময় মেলোনি এবং মারকনকে কানে কানে কথা বলতে দেখা যায়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত জি ৭ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মারকনকে বলতে শোনা যায়, ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইজরায়েলের (Iran-Israel War) যুদ্ধ থামাতে পদক্ষেপ করছেন। দুই দেশকেই যুদ্ধ থামানোর প্রস্তাব তিনি দিয়েছেন বলে জানান মারকন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জি ৭ সম্মেলন ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে পড়েন। মধ্যবপ্রাচ্যে যাওয়ার জন্যই ট্রাম্প তাড়াহুড়ো করে জি ৭ সম্মেলন ছেড়ে কানাডা থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে পাড়ি দেন।

আরও পড়ুন: Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো

দেখুন মেলোনি এবং মারকনের সেই গোপণ কথার ভাইরাল ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement