Cyclone Chido: 'রাক্ষুসে' ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা পৌঁছতে পারে হাজারে, চিডোর দাপটে তছনছ দ্বীপ
ভারত মহাসাগরের পাড়ে যে ছোট্ট দ্বীপ রয়েছে ফ্রান্সের, সেই মায়োত তছনছ করে দিল। চিডো (Cyclone Chido)। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মায়োত (Mayotte) নামের ওই ছোট্ট দ্বীপের জনজীবন কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড় চিডোর কামড়ে এখনও পর্যন্ত মায়োতে ১০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে স্থানীয় প্রশাসনের কথায়, চিডোর দাপটে প্রাথমিকভাবে ১০০ জনের মৃত্যুর খবর মিলছে। এই সংখ্যা এক হাজারে পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ধংসস্তূপের নীচে কোথায়, কত মৃতদেহ পড়ে রয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট পরিসংখ্যান মেলেনি। শিগগিরই প্রশাসন এ বিষয়ে তালিকা প্রস্তুত করবে বলে জানানো হয়েছে। গত শনিবার মায়োতে আছড়ে পড়ে চিডো। প্রবল গতিবেদে ফ্রান্সের এই জনবসতিপূর্ণ দ্বীপ তছনছ করে দেয়। রিপোর্টে প্রকাশ, ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে বয়ে যায় চিডো।
আরও পড়ুন: Cyclone Chido: ঘূর্ণিঝড়ের কবলে ফ্রান্সের মায়োত, নিহত কমপক্ষে ১০০
দেখুন চিডো কীভাবে তছতছ করে দিয়েছে ফ্রান্সের জনবসতিপূর্ণ দ্বীপ মায়োত...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)