Bangladesh ISKCON Monk Chinmoy Krishna Das Arrested: বড় খবর, চিন্ময়কৃষ্ণ দাসের পাশ থেকে সরে দাঁড়াল বাংলাদেশ ইসকন, কী জানানো হল দেখুন
চিন্ময়কৃষ্ণ দাস বাংলাদেশ (Bangladesh) ইসকনের (ISKCON) মুখপাত্র নন। বৃহস্পতিবার এমনই জানানো হল ইসকনের তরফে। বৃৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে ইসকনের তরফে জানানো হয়, চিন্ময়কৃষ্ণ দাস এবং চন্দনকুমার ধর তাঁদের মুখপাত্র নন। অর্থাৎ ইসকন বাংলাদেশের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস নন বলে বৃহস্পতিবার জানানো হয়। শুধু তাই নয়, চিন্ময়কৃষ্ণ দাস যদি কিছু বলেন, তা তাঁর নিজস্ব। তার সঙ্গে ইসকন বাংলাদেশের কোনও যোগ নেই বলেও সংশ্লিষ্ট সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়। সম্প্রতি ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে (Chinmoy Krishna Das)। ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারির পর থেকে গোটা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর-সহ একাধিক জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করা হচ্ছে বলে ওঠে অভিযোগ।
ইসকন বাংলাদেশের তরফে কী জানানো হল দেখুন...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)