Rain And Hailstorm In West Bengal: কালবৈশাখীর দাপট; বিকেল হতে না হতেই ধুন্ধুমার বৃষ্টি, সঙ্গে ঝড়, শিলাবৃষ্টিতে নাজেহাল রাজ্য
মে মাসের শুরুতেই দাপট দেখাল কালবৈশাখী (Kalbaisakhi)। ফলে মে মাসের প্রথমেই পালটে গেল আবহাওয়া। ১ মে বিকেল হতে না হতেই কালো হয়ে আসে বাংলার (West Bengal Weather) আকাশ। সেই সঙ্গে শুরু হয় ধুন্ধুমার বৃষ্টি। রাজ্য জুড়ে বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বইতে শুরু করে হাওয়া। কোথাও ৩০ আবার কোথাও ৭০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যায়। ঝড়, বৃষ্টির সঙ্গে শুরু হয় শিল পড়া। অর্থাৎ ১ মে সন্ধ্যায় যে বৃষ্টি (Rain) রাজ্যের বিভিন্ন প্রান্তে দাপট দেখায়, তা শিলাবৃষ্টিতে পরিণত হয়। কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা, বর্ধমান, সর্বত্র দাপট দেখায় ভরা বৈশাখের এই বৃষ্টি। তবে শিলাবৃষ্টি সর্বত্র হয়নি। রাজ্যের বেশ কিছু জায়গায় ধুন্ধুমার শিলাবৃষ্টি হয়। জানা যায়, আমতায় শিলাবৃষ্টির (Hailstorm) সঙ্গে ৭০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যায়। সেই সঙ্গে দেখা যায় বৃষ্টির দাপট। প্রসঙ্গত বিহারে যে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়, দুপুরের পর থেকে সেই মেঘ বাংলার আকাশে সরে যেতে শুরু করে। তার জেরেই শুরু হয় তুমুল বৃষ্টিপাত।
দেখুন সেই ঝড়, বৃষ্টির ভিডিয়ো...
ঝোড়ো হাওয়া, বৃষ্টির সঙ্গে পড়তে শুরু করে শিল...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)