Husband Bites Wife's Nose: 'তোমার নাক খুব সুন্দর', স্ত্রীর নাক ছিঁড়ে 'খেল' স্বামী, দেখুন
স্ত্রীর (Wife) নাক কামড়ে নিল স্বামী (Husband)। শুনতে অবাক লাগলেও এবার এমনই একটি ঘটনার খবর মিলছে নদীয়া (Nadia) থেকে। রিপোর্টে প্রকাশ, শান্তিপুর থানা এলাকায় বাড়ি বাপন শেখ এবং মধু খাতুনের। স্বামী, স্ত্রী বেশ সুখে, শান্তিতেই সংসার করছিলেন। হঠাৎ করেই বাপন কামড় বসান মধুর নাকে। 'তোমার নাক খুব সুন্দর, আমি সুযোগ পেলে তোমার নাক খেয়ে নেব।' এমন কথা বাপন প্রায়ই বলতেন। কিন্তু স্বামীর ওই কথাকে কার্যত মজার ছলেই নিয়েছিলেন মধু খাতুন। ফলে তিনি খুব একটা গুরুত্ব তিনি দিতেন না বাপনের কথায়। হঠাৎ করে সম্প্রতি বাপন কামড় বসান মধুর নাকে এবং প্রায় তা ছিঁড়ে নেওয়ার উপক্রম করেন। ঘটনার পরপরই মধু স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। বাপনের অনেক কিছু তিনি সহ্য করেছেন আর পারছেন না। এমন অভিযোগেই মধু খাতুন নামে ওই মহিলা স্বামীর বিরুদ্ধে থানায় দায়ের করেন অভিযোগ।
আরও পড়ুন: Ahmedabad Shocker:বিবাহ বিচ্ছেদ চাওয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করল স্বামী
দেখুন কী হয় মধু খাতুন নামে ওই মহিলার সঙ্গে...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)