West Bengal: ভক্তদের আবেগে ভেসে নিয়ম মেনে কালীপুজোর ব্যস্ততায় দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ

কালীপুজোয় মেতেছে রাজ্যবাসী। করোনা আবহে কোথাও কড়া সতর্কতা, কোথাও সাবধানতা মেনেই দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠে চলছে কালীপুজো। প্রতিবছর কালীপুজোর দিন ভোর থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমে দক্ষিণেশ্বর মন্দিরে।

Prayers being offered to goddess Kali at Adyapeath Temple, Dakshineshwar. (Photo Credits: Twitter)

কালীপুজোয় (Kali Puja 2021) মেতেছে রাজ্যবাসী। করোনা আবহে কোথাও কড়া সতর্কতা, কোথাও সাবধানতা মেনেই দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠে চলছে কালীপুজো। প্রতিবছর কালীপুজোর দিন ভোর থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমে দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineshwar Temple)।  দক্ষিণেশ্বরে ভোর থেকেই মন্দির চত্বর থেকে শুরু করে বাইরের বিভিন্ন অংশের চাতাল থেকে বালি ব্রিজ সব জায়গায় ভক্তদের ব্যাপক ভিড়। আরও পড়ুন: যোগীর রাজ্যে জিকা, কানপুরে আরও ২৫ জনের শরীরে মিলল এই ভাইরাস

দেখুন টুইট