TMC MLA Jiban Krishna Saha: শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করল সিবিআই

সিবিআই সূত্রে খবর, জীবনকৃষ্ণকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করার পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দল কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাঁকে প্রথমে দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার পর কলকাতায় নিজাম প্যালেসে নিয়ে আসবে সিবিআই টিম

Jibankrishna Saha Arrested Photo Credit: Twitter@@ians_india

মোবাইল ফোন পুকুরে ফেলেও শেষ রক্ষা হল না। নিয়োগ দুর্নীতির মামলায় সোমবার ভোরে গ্রেফতার করা হল মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষার পরে তাঁকে এদিন আদালতেও হাজির করানো হবে।প্রায় ৬৫ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গ্রেফতার করে তৃণমূল বিধায়ককে (TMC MLA Jiban Krishna Saha)। সিবিআই (Central Bureau of Investigation) সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে অসহযোগিতা ও তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা, মূলত এই দুই অভিযোগে প্রাথমিকভাবে তাঁকে সোমবার সকালে গ্রেফতার করা হয়েছে।

সিবিআই সূত্রে খবর, জীবনকৃষ্ণকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করার পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দল কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাঁকে প্রথমে দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে (CBI Camp, Durgapur) নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার পর কলকাতায় নিজাম প্যালেসে (Nizam Palace)নিয়ে আসবে সিবিআই টিম।