Sandeshkhali: আদালতের নির্দেশের পরও সন্দেশখালিতে প্রবেশের আগে কেন বাধা শুভেন্দুদের, অভিযোগ বিজেপির
আদালতের নির্দেশ হাতে পেয়ে মঙ্গলবার সন্দেশখালির (Sandeshkhali) উদ্দেশে রওনা দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়ে সন্দেশখালিতে প্রবেশের আগে ফের আজ আটকে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি নেতাদের। ফলে সন্দেশখালিতে প্রবেশের মুখে পুলিশের সঙ্গে শুভেন্দু অধিকারীদের বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সন্দেশখালিতে প্রবেশের মুখে কেন শুভেন্দুদের আটকে দেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা।
আরও পড়ুন: Sandeshkhali: আদালতের নির্দেশ হাতে পেয়ে মঙ্গলে ফের সন্দেশখালির পথে শুভেন্দু অধিকারী
প্রসঙ্গত সোমবার কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়, সন্দেশখালির যে সমস্ত এলাকায় ১৪৪ ধারা নেই, সেখানে যেতে পারেন শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ পেয়ে মঙ্গলবার সন্দেশখালির উদ্দেশে রওনা দেন বিজেপি নেতা।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)